ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | দাভিদ সার্জিও ত্রেজেগে[১] | |||||||||||||||||||
জন্ম | [২] | ১৫ অক্টোবর ১৯৭৭|||||||||||||||||||
জন্ম স্থান | রুয়েন, ফ্রান্স | |||||||||||||||||||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬' ২") | |||||||||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
১৯৯৩-১৯৯৫ ১৯৯৫-২০০০ ২০০০-২০১০ |
প্ল্যাটেন্স মোনাকো জুভেন্টাস |
(৫) (০) (৯৩) (৫২) (২৪৫) (১৩৮) | ||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||
১৯৯৮–২০০৮ | ফ্রান্স | ৭১ | (৩৪) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা July 9, 2006 তারিখ অনুযায়ী সঠিক। |
দাভিদ ত্রেজেগে (ফরাসি উচ্চারণ: [david sɛʁʒjo tʁezəɡɛ]; জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৭) একজন কৃতী ফরাসি ফুটবল খেলোয়াড়। তিনি ইতালির জুভেন্টাস ক্লাবের পক্ষে স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। ২০০২ এবং ২০০৬ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি ফ্রান্সের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।