দামোদর গণেশ বাপাত | |
---|---|
জন্ম | ১৯৩৪/৩৫ |
মৃত্যু | ১৭ আগস্ট ২০১৯ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সমাজসেবক |
পুরস্কার | পদ্মশ্রী (২০১৮) |
দামোদর গণেশ বাপাত একজন ভারতীয় সমাজসেবক ছিলেন। তিনি কুষ্ঠরোগীদের সেবাদানের জন্য পরিচিত। তিনি ছত্তিসগড়ের জাঞ্জগির–চম্পা জেলায় ভারতীয় কুষ্ঠ নিবারক সংঘে কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জসপুরে বানভাসি আশ্রমেও কাজ করেছেন।[১][২] ২০১৮ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।[৩][৪] দামোদর গণেশ বাপাত ৮৪ বছর বয়সে ২০১৯ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন।[৫][৬]