দার ইয়াসিন | |
---|---|
জন্ম | কাশ্মীর, ভারত |
পেশা | সাংবাদিক, চিত্রগ্রাহক |
জাতীয়তা | ভারতীয় |
উল্লেখযোগ্য পুরস্কার | পুলিৎজার পুরস্কার[১] |
দার ইয়াসিন একজন কাশ্মীরি সাংবাদিক। তিনি সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার পুরস্কারে ভুষিত হন।[২]
ইয়াসিন ভারতের কাশ্মীরে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ ভারতে কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে স্নাতক অধ্যয়ন করেছেন। দার ইয়াসিন ভারত শাসিত কাশ্মিরের মূল শহর শ্রীনগরের বাসিন্দা।
দার কাশ্মীরের সংঘাত, দক্ষিণ এশিয়া ভূমিকম্প এবং এর পরবর্তী পরিস্থিতি এবং বিভক্ত কাশ্মীরের মধ্যে পথে বাস নামার আন্দোলনকে ব্যাপকভাবে কভার করেছেন। আফগানিস্তানে নিয়োগের সময় তিনি আফগান যুদ্ধ, আফগান শরণার্থী এবং যুদ্ধবিধ্বস্ত আফগানীদের দৈনিক জীবনকে কভার করেছেন। মিয়ানমারে বৃহত্তর সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী সংকটকেও কভার করেছেন। তাঁর নিবন্ধগুলি বিশ্বের সমস্ত প্রধান সংবাদপত্র এবং নিউজ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।[৩] ইয়াসিন বর্তমানে মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক হিসেবে কাজ করেন।
ডারের কাজ কয়েক ডজন আন্তর্জাতিক ফটো অ্যাওয়ার্ড অর্জন করেছে।[৩] ২০১৯ সালের আগস্টে ভারত শাসিত কাশ্মিরে অভূতপূর্ব পরিস্থিতির ওপর কাভারেজ করে অন্য আর দুই ফটো সাংবাদিক মুখতার খান এবং চন্নী আনন্দ এর সাথে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতে নেন।[৪]
Dar Yasin