দারা-ই-পেচ জেলা (এছাড়াও পরিচিত মানোগে জেলা অথবা পেক জেলা[১]) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুনার প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা যেটি আসাদবাদ থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৮,৪০০ জন এর মত। জেলাটি মানো গাই থেকে পরিচালিত হয়ে থাকে[২] এবং শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন মোহাম্মদ রহমান।
আফগানিস্তানের কুনার প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |