দালেথ

দালেথ
ফিনিশীয়দালেথ
হিব্রু
ד
আরামাইকদালেথ
সিরীয়
ܕ
আরবি
د
ধ্বনিমূলক প্রতীকd, ð
বর্ণমালায় অবস্থান4
সংখ্যাগত মান4
Alphabetic derivatives of the Phoenician
গ্রিকΔ
লাতিনD
সিরিলীয়Д

দালেথ (dāleth, অথবা দালেত বা দালেদও বানান করা হয়) হচ্ছে সেমিটীয় বর্ণমালার ৪র্থ বর্ণ। বর্ণটির ফিনিশীয় সংস্করণ দালেত 𐤃, হিব্রু সংস্করণ ‘দালেত ד, আরামাইক সংস্করণ দালাথ , সিরিয়াক সংস্করণ দালাত্ব্ ܕ এবং আরবি সংস্করণ দাল د (আবজাদি ক্রমধারায় ৪র্থ বর্ণ, আধুনিক ক্রমধারায় ৮ম বর্ণ)। আ-ধ্ব-বতে এর উচ্চারণ [d], যা বাংলা দ্ এর অনুরূপ বা নিকটবর্তী। আরবিতে এর আরেকটি রূপ বিদ্যমান, যার নাম যা’ল ذ, এবং এর উচ্চারণ [ð], যা ইংরেজি "z" বর্ণের কিছটা নরম উচ্চারণের মতোন এর সাংখ্যিক মান ৪।

গ্রিক ডেল্টা Δ, লাতিন দে (ইংরেজি নাম ডি) D এবং সিরিলীয় দে Д এই দালেথ থেকে আগত।

হিব্রু দালেত

[সম্পাদনা]

আরবি দাল

[সম্পাদনা]
শব্দের মধ্যে অবস্থান: পৃথক শেষে মধ্যে শুরুতে
গ্লিফ রুপ:
(সাহায্য)
د ـد ـد د

তথ্যসূত্র

[সম্পাদনা]