এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুলাই ২০২২) |
দাস দেব | |
---|---|
![]() পেক্ষা গৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | সুধীর মিশ্র |
প্রযোজক | সঞ্জীব কুমার গৌরব শর্মা মনোহর পি কানুনগো |
চিত্রনাট্যকার | সুধীর মিশ্র জয়দীপ সরকার শুভ্রা চ্যাটার্জি |
উৎস | দেবদাস |
শ্রেষ্ঠাংশে | রাহুল ভাট রিচা চাড্ডা অদিতি রাও হায়দারী |
সুরকার | বিপিন পাতওয়া আর্ক প্রভো মুখার্জী সন্দেশ শান্দিল্য অনুপমা রাগ শমীর ট্যান্ডন |
চিত্রগ্রাহক | সচিন কে. কৃষ্ণ |
সম্পাদক | অর্চিত দামোদর রস্তগী |
প্রযোজনা কোম্পানি | স্টর্ম মোশন পিকচার্স সপ্তরিশি সিনেভিজন প্রোডাকশন |
পরিবেশক | শৃঙ্গর ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
দাস দেব হলো হিন্দি ভাষার একটি রোমান্টিক রাজনৈতিকধর্মীয় রোমাঞ্চকর চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন সুধীর মিশ্র। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট, ঋচা চড্ডা ও অদিতি রাও হায়দারী। সৌরভ শুক্লা, বিনীত কুমার সিং ও দলিপ তাহিল পার্শ্ব চরিত্রে এবং অনিল জর্জ, দীপরাজ রানা অনুরাগ কাশ্যপ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০১৮ সালের ২৭ এপ্রিল-এ মুক্তি পায়।
শিরোনামহীন | |
---|---|
দৈর্ঘ্য | ২৬:২৬ |
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বিপিন পাতওয়া, আর্ক প্রভো মুখার্জি, সন্দেশ শান্দিল্য, অনুপমা রাগ এবং গান লিখেছেন শামির ট্যান্ডন, ডাঃ সাগর, আরকো, মুনির নিয়াজি, দীপক রামোলা, ফয়েজ আহমেদ ফয়েজ, গৌরব সোলাঙ্কি, বুল্লে শাহ ও সমীর আঞ্জান।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "সেহমি হ্যায় ঢাকান" | ডিআর. সাগর | বিপিন পাতওয়া | আতিফ আসলাম | ৪:০১ |
২. | "রাংদারী" | আর্ক, মুনির নিয়াজী | আর্ক | আর্ক, নবরাজ হাঁস | ৪:০৬ |
৩. | "চালা চাপ চুনারিয়া" | দীপক রমলা | সন্দেশ শান্দিল্য | রেখা ভরদ্বাজ | ৩:৫৯ |
৪. | "রাত দিন ইউহিঁ" | ফাইজ আহমেদ ফাইজ | সন্দেশ শান্দিল্য | পাপন, শ্রদ্ধা মিশ্র | ৪:১৭ |
৫. | "আজাদ কার" | গৌরভ সোলাঁকি | অনুপমা রাগ | স্বনান্দ কিরকিরে | ৩:২৮ |
৬. | "টেন টু ওটে" | বুল্লে শাহ | বিপিন পাতওয়া | জাভেদ বশীর | ২:৪৫ |
৭. | "মরনে কা সক" | সমীর আঞ্জান | শামির ট্যান্ডন | পাপন, কৃষ্ণ বেউরা | ৩:৫০ |
মোট দৈর্ঘ্য: | ২৬:২৬ |
![]() |
চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |