দি আইরিশম্যান (ইংরেজি: The Irishman; পর্দায় আই হার্ড ইউ পেইন্ট হাউজেজ - ইংরেজি: I Heard You Paint Houses নামেও দেখা যায়) হল মার্টিন স্কোরসেজি পরিচালিত ও প্রযোজিত ২০১৯ সালের একটি মার্কিন মহাকাব্যিক অপরাধমূলক চলচ্চিত্র। চার্লস ব্র্যান্টের ২০০৪ সালের আই হার্ড ইউ পেইন্ট হাউজেজ বই অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন স্টিভেন জাইলিয়ান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো, ও জো পেশি। এছাড়া অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন রে রোমানো, ববি ক্যানাভাল, অ্যানা প্যাকুইন, স্টিভেন গ্রাহাম, স্টেফানি কুর্টজুবা, জেসি প্লিমন্স, ও হার্ভি কাইটেল। এটি ফ্র্যাঙ্ক শিরান (ডি নিরো) নামে এক ট্রাক ড্রাইভারের মবস্টার রাসেল বাফালিনো (পেশি) ও তার অপরাধ পরিবারের সাথে মিলে হিটম্যানে পরিণত হওয়া এবং ক্ষমতাধর টিমস্টার জিমি হফার (পাচিনো) হয়ে কাজ করার গল্প।
কয়েক বছর উন্নয়ন কাজের পর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা দেওয়া হয় সাইলেন্স (২০১৬)-এর পর স্কোরসেজি দি আইরিশম্যান চলচ্চিত্র পরিচালনা করবেন। একই মাসে নিশ্চিত করা হয় ডি নিরো, যিনি এই চলচ্চিত্রের প্রযোজক, এবং পাচিনো এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। পাচিনোকে তার অনানুষ্ঠানিক অবসর থেকে ফিরে এসে এই চলচ্চিত্রে কাজ করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক সিটি, এবং লং আইল্যান্ডের মিনেওলা ও উইলিস্টন পার্কে মূল চিত্রগ্রহণ শুরু হয় এবং ২০১৮ সালের মার্চে চিত্রায়ন সমাপ্ত হয়। ১৫৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ও ২০৯ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি স্কোরসেজির কর্মজীবনের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘতম চলচ্চিত্র।
২০১৯ সালের ২৭শে সেপ্টেম্বর ৫৭তম নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবেদি আইরিশম্যান চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালের ১লা নভেম্বরে সীমিত আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ২৭ নভেম্বর থেকে নেটফ্লিক্সে ডিজিটাল স্ট্রিমিং শুরু হয়। চলচ্চিত্রটি বিপুল প্রশংসিত হয়, বিশেষ করে স্কোরসেজি পরিচালনা এবং ডি নিরো, পাচিনো ও পেশির অভিনয়ের। এটি ২০১৯ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার[৪] ও নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার লাভ করে[৫] এবং টাইম পত্রিকার ২০১৯ সালের দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।[৬]
↑জাচারেক, স্টেফানি (নভেম্বর ২৫, ২০১৯)। "The 10 Best Movies of 2019"। টাইম (ইংরেজি ভাষায়)। নভেম্বর ২৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯।