এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি বাংলা ব্যতীত অন্য কোন ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ঐ নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
দি আন্ডারটেকার | |
---|---|
জন্ম | হুস্টন, টেক্সাস | ২৪ মার্চ ১৯৬৫
বাসস্থান | আস্টিন, টেক্সাস |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | দি আন্ডারটেকার কেইন দি আন্ডারটেকার পানিশার ডাইস মর্গান দ্য পানিশার[১] "Mean" Mark Callous[২] Texas Red[২] দ্য কমান্ডো দ্য মাস্টার অব পেইন [তথ্যসূত্র প্রয়োজন] |
কথিত উচ্চতা | ৬ ফু ১০ ইঞ্চি (২.০৮ মি) |
কথিত ওজন | ২৯৯পাউন্ড (১৩৫ কেজি)[৩] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | ডেথ ভ্যালি (১৯৯০-১৯৯৯, ২০০৪-বর্তমান) হুস্টন, টেক্সাস (১৯৮৪-১৯৯০, ২০০০-২০০৩) |
প্রশিক্ষক | ডন জারডিন[২] |
অভিষেক | ১৯৮৪ |
মার্ক উইলিয়াম ক্যালওয়ে (জন্ম মার্চ ২৪, ১৯৬৫) একজন মার্কিন পেশাদার কুস্তিগির। মার্ক দি আন্ডারটেকার নামে বেশি পরিচিত। তিনি বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে কাজ করেন। ডাব্লিউডাব্লিউই তে সে তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং চার বারের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিং এ ড্যালাসের সাথে তার অভিষেক হয়। ১৯৮৮ সালে ইউনাইটেড স্টেট রেসলিং এসোসিয়েশনে অভিষেক হয়। মার্ক ১৯৯০ সালে ডাব্লিউডাব্লিউই এর সার্ভাইবার সিরিজ প্রতি-দর্শনে-পরিশোধ এ তার অভিষেক হয়। যদিও কাউন্ট-আউটের দ্বারা অপনীত হয়েছিল, তবুও আন্ডারটেকার এর দল ম্যাচটি জিতে ছিল। ঐ বছরে আন্ডারটেকার একটি ম্যাচও হারেননি। এছাড়াও সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এরপর শীঘ্রই চ্যাম্পিয়নশিপের জন্য তার প্রথম ম্যাচে হাল্ক হোগানের কাছে হেরে যায়। তিনি ডাব্লিউডাব্লিউই তে ৭বার (Tag tem champian) (৬বার wweতে এবং ১ বার wcw তে) যা বর্তমানে nxt নামে পরিচিত। ১ বার hardcore champian. আন্ডার টেকারের রেসলম্যানিয়াতে ২১-১এর রেকর্ড, শুধু মাত্র ব্রক লেসনারের কাছে হেরে ছিলেন। আন্ডারটেকার ট্রিপল এইচ, বাতিস্তা এবং রেন্ডি অরটন দ্য রকের মত সেরা কুস্তিগিরদের হারিয়েছেন। সে বিখ্যাত হেল ইন আ সেল এর শন মাইকেলস এবং মাইক ফলেই এর বিরুদ্ধের ম্যাচের জন্য।
দ্যা আন্ডারটেকার ২০১৭ সালে রেসলম্যানিয়া ৩৪ এ রোমান রেইন্স এর সাথে ম্যাচের পর তিনি তার জামা ভাজ করে রিংয়ে রেখে আসেন অর্থাৎ তিনি অঘোষিত অবসর গ্রহণ করেন। এর পর জানুয়ারি এর প্রথম সপ্তাহে "র" এর ২৫ বছর বার্ষিকী তে গেস্ট হয়ে আসেন এবং এর পর তাকে আর দেখা যায় নি। কিন্তু রয়েল রাম্বল ২০১৮ এর পর জন সিনা দ্যা আন্ডারটেকার কে চ্যালেন্জ্ঞ করেন।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)