![]() | |
লেখক | রল্ফ ডবেলি |
---|---|
মূল শিরোনাম | The Art of Thinking Clearly |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
বিষয় | সিদ্ধান্ত গ্রহণ |
ধরন | নন-ফিকশন |
প্রকাশক | স্কেপ্টার (যুক্তরাজ্য), ফারার, স্ট্রস অ্যান্ড জির্যু (মার্কিন যুক্তরাষ্ট্র) |
প্রকাশনার তারিখ | ২০১৩ |
মিডিয়া ধরন | মুদ্রিত (হার্ডকভার, ই-বই, পেপারব্যাক, বুকঅ্যাপ) |
পৃষ্ঠাসংখ্যা | ৩২৬ পৃষ্ঠা |
আইএসবিএন | ৯৭৮-১-৪৪৪৭-৫৯৫৪-৯ (যুক্তরাজ্য), 978-0-06-221968-8 (যুক্তরাষ্ট্র) |
দি আর্ট অব থিংকিং ক্লিয়ারলি (ইংরেজি: The Art of Thinking Clearly) হলো সুইস লেখক রল্ফ ডবেলি রচিত ২০১৩ সালে প্রকাশিত ইংরেজি ভাষার একটি বই, যেখানে লেখক ছোট ছোট ৯৯টি অধ্যায়ে চেতনাগত প্রবণতা (কগনিটিভ বায়াস) থেকে শুরু করে ঈর্ষা ও সামাজিক বিকৃতি প্রভৃতি থেকে মানবিক চিন্তাভাবনার দুর্বলতা খুঁজে বের করেছেন।
বইটি জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের শীর্ষস্থানীয় পত্রিকায় কলাম আকারে ও পরবর্তীতে জার্মানিতে দুইটি বই আকারে প্রকাশিত হয়। বইটি টানা ৮০ সপ্তাহ জার্মানির দেঅ শ্পিগলের বেস্টসেলার বইয়ের তালিকায় শীর্ষ দশে ছিল।[১] এই সময়ে বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়। জার্মানি ও সুইজারল্যান্ডের বাইরে বইটি যুক্তরাজ্য,[২] দক্ষিণ কোরিয়া, ভারত,[৩] আয়ারল্যান্ড,[৪] সিঙ্গাপুর[৫] ও ইরানে[৬] বেস্টসেলার বইয়ের তালিকায় শীর্ষ দশে ছিল। লেখক নাসিম নিকোলাস তালিব এই বইয়ের অংশবিশেষ তার লিখিত অ্যান্টিফ্র্যাজাইল-এর পাণ্ডুলিপি থেকে চুরি করে লেখা হয়েছে বলে অভিযোগ করেন।[৭]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)