![]() | |
![]() | |
ধরন | সপ্তাহিক |
---|---|
ফরম্যাট | ম্যাগাজিন |
মালিক | দি ইকোনমিস্ট গ্রুপ |
প্রতিষ্ঠাতা | জেমস উইলসন |
সম্পাদক | জন মিকলেটওয়েট |
প্রতিষ্ঠাকাল | সেপ্টেম্বর ১৮৪৩ |
রাজনৈতিক মতাদর্শ | আমূল কেন্দ্রিকতা[১][২] অর্থনৈতিক উদারতাবাদ[৩][৪] সামাজিক উদারতাবাদ[৩][৪] |
সদর দপ্তর | ২৫ সেন্ট জেমস স্ট্রিট ওয়েস্টমিনিস্টার লন্ডন ইংল্যান্ড |
প্রচলন | ১.৬ মিলিয়ন কপি প্রতি সপ্তাহে |
আইএসএসএন | ০০১৩-০৬১৩ |
ওয়েবসাইট | ইকোনমিস্ট ডট কম |
দি ইকোনমিস্ট (ইংরেজি:The Economist) ইংরেজি ভাষাতে রচিত একটি সাপ্তাহিক প্রকাশনা। আন্তর্জাতিক খবর ও সর্ম্পক নিয়েই এই প্রকাশনা প্রকাশ করে দি ইকোনমিস্ট নিউজপেপার লিমিটেড। সাপ্তাহিক এই খবর মাধ্যমে সদর দপ্তর লন্ডনে অবস্থিত। জেমস উইলসন ১৮৪৩ সালে এই প্রকাশনা শুরু করেন।
ঐতিহাসিক কারণে ইকোনোমিস্ট পত্রিকা হিসেবে পরিচিত হলেও এটি প্রকৃতপক্ষে সংবাদ ম্যাগাজিন হিসেবেই প্রকাশিত হয়। এর ইউটিউব ম্যাগাজিন হল ইকোনোমিস্ট ম্যাগাজিন। ২০০৬ সালে ইকোনোমিস্ট-এর গড় সাপ্তাহিক প্রচারসংখ্যা ছিল ১.৫ মিলিয়ন। এর মধ্যে প্রায় অর্ধেকই বিক্রয় হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
দি ইকোনোমিস্ট দাবি করে, এটি অর্থনীতির কোন ঘটনাপঞ্জি নয়। বরং এটি উৎকর্ষ এবং উন্নয়নের প্রতিবন্ধকতার মধ্যে বিরাজমান প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করে। এটি মুক্ত বাজার, বিশ্বায়ন, মুক্ত অভিবাসন এবং সামাজিকভাবে মুক্ত বিষয়সমূহকে সমর্থন করে। উচ্চশিক্ষিত পাঠকদের লক্ষ্য করেই দি ইকোনোমিস্ট প্রকাশিত হয়। এছাড়া পত্রিকাটি এর পাঠকদের মধ্যে অনেক প্রভাবশালী নির্বাহী এবং নীতি-নির্ধারকেরা আছে বলে দাবি করে।
অন্যান্য প্রকাশনার মতো দি ইকোনমিস্ট-ও ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ দ্বারা বিবাচিত হয়, যখন সেটিতে কাশ্মীরের একটি বির্তকিত মানচিত্র প্রকাশ পায়।