দি মোয়েন নদী হল মধ্য-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর একটি উপনদী, যা উৎপত্তি স্থল থেকে প্রায় ৫২৫ মাইল (৮৪৫ কিলোমিটার) দীর্ঘ।[১] এটি আইওয়া রাজ্য জুড়ে প্রবাহিত হওয়া বৃহত্তম নদী। নদীটি দক্ষিণ মিনেসোটাতে প্রবেশ করে এবং আইওয়া জুড়ে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়, এর পরে নদীটি রাজ্যের কেন্দ্রস্থলে নদীর নামানুসারে যার নামকরণ করা রাজধানী শহর দি মোইনেসের কাছে হিমবাহী সমভূমি থেকে হিমবাহহীন পাহাড়ে চলে গিয়েছে। নদীটি দি মইনেস থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে, পরে সরাসরি মিসিসিপি নদীতে মিলিত হয়।