দিগঙ্গনা সূর্যবংশী | |
---|---|
জন্ম | [১] | ১৫ অক্টোবর ১৯৯৭
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, মুম্বই মিঠাবাই কলেজ, মুম্বই |
পেশা | অভিনেত্রী, গ্রন্থকার |
কর্মজীবন | ২০০২ - বর্তমান |
পরিচিতির কারণ | এক বীর কি আরদাস...বীরা |
দিগঙ্গনা সূর্যবংশী (জন্ম: ১৫ অক্টোবর ১৯৯৭) একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, সঙ্গীতশিল্পী এবং গ্রন্থকার।[২][৩][৪] দিগঙ্গনা স্টার প্লাসের টেলিভিশন ধারাবাহিক এক বীর কি আরদাস...বীরা-তে বীরা কৌর সম্পূরন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।[৫][৬][৭] ২০১৫ সালে তিনি আপাতবাস্তব অনুষ্ঠান বিগ বস ৯-এ অংশ নিয়েছিলেন।[৮]
দিগঙ্গনার বাবা নীরাজ সূর্যবংশী এবং মা সরিতা সূর্যবংশী।[৯]
দিগঙ্গনা ভারতের মুম্বইয়ের মিঠাবাই কলেজ থেকে দ্বাদশ বোর্ড সম্পন্ন করেছেন, যেখানে তিনি এক বীর কি আরদাস...বীরা-এর শুটিং চলাকালীন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।[১০][১১]
বছর | নাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০০২ | ক্যায়া হাদসা ক্যায়া হকিকত | — | শিশু শিল্পী | |
২০০৫ | কৃষ্ণা অর্জুন | — | ||
২০০৯ | শকুন্তলা | রাজকুমারী গৌরী | ||
২০১০ | সাথ নিভানা সাথিয়া | কারিশ্মা | বিশেষ ভূমিকা | |
২০১১ | বালিকা বধু | গুল্লি | ||
রুখ যানা নাহি | পালাক্ষী তারাচাঁদ মাথুর | |||
২০১২ | কবুল হ্যায় | নুজহাত আহমেদ খান | ||
২০১৩ - ২০১৫ | এক বীর কি আরদাস...বীরা | বীরা বলদেব সিং | ||
২০১৪ - ২০১৫ | বক্স ক্রিকেট লীগ | প্রতিযোগী | মুম্বই ওয়ারিয়র্সের খেলোয়াড় | [১২] |
২০১৫ | বিগ বস ৯ | প্রবেশের দিন ১, উচ্ছেদ হওয়ার দিন ৫৭ | [১৩] | |
২০১৬ | বক্স ক্রিকেট লীগ ২ | মুম্বই টাইগার্সের খেলোয়াড় | [১৪] |
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৮ | ফ্রাইডে | বিন্দু | হিন্দি | বলিউডে অভিষেক |
জালেবি | আনু | |||
২০১৯ | রাঙ্গিলা রাজা | শিবরঞ্জনি | ||
২০১৯ | হিপ্পি | আমুক্তমাল্যদা ওরফে আমু | তেলুগু | তেলুগু চলচ্চিত্রে অভিষেক |
২০১৯ | ধনুসু রাসি নিয়ারগলে | কে আর বিজয়া | তামিল | তামিল চলচ্চিত্রে অভিষেক |
২০২০ | ভালায়াম | দিশা | তেলুগু | [১৫] |
সিট্টিমারর | টেলিভিশন প্রতিবেদক | তেলুগু | [১৬] |
She turned fifteen on 15 October 2012 [...] She launched a book of English Lyrics titled 'Waves' [...]
A writer, singer & an actress
Digangana Suryavanshi, who was last seen as Nuzhat in Qubool Hai is back on TV as the grown-up Veera in Veera.
[...] Digangana Suryavanshi (who will play the grown-up Veera) [...]