পূর্ণ নাম | দিজোঁ ফুটবল কোত দর | |||
---|---|---|---|---|
ডাকনাম | লে মুতার্দ (সরিষা) লে রুজ (লাল) ডিএফসিও | |||
প্রতিষ্ঠিত | ১৯৯৮ | |||
মাঠ | স্তাদ গেস্তন জেরার | |||
ধারণক্ষমতা | ১৫,৯৯৫ | |||
সভাপতি | অলিভিয়ে দেলকুর | |||
প্রধান কোচ | স্তেফান জোবার | |||
লিগ | লীগ ১ | |||
২০১৯–২০ | ১৬তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
দিজোঁ ফুটবল কোত দর (ফরাসি উচ্চারণ: [diʒɔ̃ futbol kot dɔʁ]; সাধারণত দিজোঁ এফসিও অথবা শুধুমাত্র দিজোঁ নামে পরিচিত) হচ্ছে দিজোঁ ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দিজোঁ এফসিও তাদের সকল হোম ম্যাচ দিজোঁর স্তাদ গেস্তন জেরারে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৯,৯৫৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্তেফান জোবার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অলিভিয়ে দেলকুর। গ্যাবনীয় আক্রমণভাগের খেলোয়াড় ব্রুনো একুয়েলে মাঙ্গা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।