দিব্যা খোসলা কুমার | |
---|---|
জন্ম | দিব্যা খোসলা ২০ নভেম্বর ১৯৮১ |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | জানকি দেবী মেমোরিয়াল কলেজ বিশ্ববিদ্যালয়, দিল্লী |
পেশা | |
কর্মজীবন | ২০০৩ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ভূষণ কুমার |
সন্তান | ১ |
দিব্যা খোসলা কুমার (জন্ম: ২০ নভেম্বর ১৯৮১) একজন ভারতীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক।[১] তিনি বিভিন্ন বিজ্ঞাপনে পরিচালক হিসেবে কাজ করেছেন এবং কিছু সঙ্গীত ভিডিওতেও কাজ করেছেন। তিনি টি সিরিজ মিউজিক লেভেল এবং চলচ্চিত্র প্রযোজক কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার এর স্ত্রী।
দিব্যা দিল্লীর এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবন গড়তে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। ১৩ ফেব্রুয়ারি ২০০৫ সালে তিনি টি সিরিজ কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থানা পরিচালককে বিয়ে করেন।[২] রুহান নামের তাদের একজন ছেলে রয়েছে।[৩][৪][৫][৬] তার ননদ তুলসী কুমার একজন নেপথ্য গায়ক।[৭]
দিব্যা বলিউড এ তার কর্মজীবন শুরু করেন ২০০৪ সালের চলচ্চিত্র আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো এর মাধ্যমে।[৮] ঐ বছরি তিনি "লাভ টুডে" এর মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর দিব্যা সিনেমাটোগ্রাফি এবং এডিটিং এ কোর্স করেন। এরপর দিব্যা আগাম নিগাম, জেরমাইনে জ্যাকসন, তুলসী কুমার এর সঙ্গীত ভিডিও পরিচালনা করেন এবং কিছু বিজ্ঞাপন চিত্রও পরিচালনা করেন। পরপর ২০ টি সঙ্গীত ভিডিও পরিচালনা করার পর, তিনি ২০১৪ সালে তার প্রথম চলচ্চিত্র "ইয়ারিয়ান" পরিচালনা করেন।[৯] দিব্যা চলচ্চিত্রটিতে ৫ টি সঙ্গীত আয়োজনো করেন।[১০]
দিব্যা কলেজ রোমান্টিক চলচ্চিত্র "ইয়ারিয়ান" (২০১৪) এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যা ১০ জানুয়ারি ২০১৪ সালে মুক্তি পায় এবং তার পরিচালনা পরবর্তি চলচ্চিত্র "সানাম রে", যা ১২ ফেব্রুয়ারি ২০১৬ সালে মুক্তি পায়।[১১][১২][১৩][১৪] দিব্যা রণবীর কাপুর অভিনীত চলচ্চিত্র "রয়" এ প্রযোজনাও করেছেন।
দিব্যা অক্ষয় কুমার এর বিপরীতে আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার সাথে তিনি তার প্রযোজিত চলচ্চিত্র সানাম রে এর গান "হামনে পি রাখি হে" এবং "আক্কাড় বাক্কাড়" এ অভিনয় করেছেন। এরপর তিনি আশিশ পান্ডের সংক্ষিপ্ত চলচ্চিত্র বুলবুল এ নাম ভূমিকায় অভিনয় করেছেন, যা ৭ ডিসেম্বর ২০১৭তে মুক্তি পায়।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৪ | লাভ টুডে | পারভথ বরদিনী | |
আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো | সোয়েথা রাজীব সিং | ||
২০১৬ | সানাম রে | নিজ ভূমিকায় | গানে বিশেষ উপস্থিতি ("আক্কাড় বাক্কাড়" এবং "হামনে পি রাখি হে") |
২০১৭ | বুলবুল | বুলবুল | ক্ষুদ্র চলচ্চিত্র[১৫][১৬] |
২০২০ | সত্যমেব জয়তে ২ | সীতা রামেশ্বর |
বছর | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|
২০১৪ | ইয়ারিয়ান | পরিচালক হিসেবে আত্মপ্রকাশ |
২০১৬ | সানাম রে | পরিচালক |
চিহ্নিত চলচ্চিত্র এখনো মুক্তি পায় নি |
বছর | নাম | ভূমিকা | গায়ক | এলবাম | সহ-অভিনেতা | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
২০০০ | আইয়ো রামা | নিজ ভূমিকা | ফাল্গুনি পাঠক | মেরি চুনার উঠ উঠ যায়ে | ||
২০০৩ | কাভি ইয়াদোমে আয়ু | নিজ ভূমিকা | অভিজিৎ ভট্টাচার্য | তেরে বিনা | ||
জিত না কারো এ দিলকা মামলা হে | নিজ ভূমিকা | রূপ জহুরি, কুণাল গাঞ্জাওয়ালা | তেরে ম্যারে দিল | সালমান খান | ||
২০১৭ | কাভি ইয়াদো ম্যা | নিজ ভূমিকা | পলক মুছল, অরিজিৎ সিং | কাভি ইয়াদো ম্যা | জ্যাসন ডিসুজা, মোহিত মালহোত্রা | ২০০৩ সালের গান কাভি ইয়াদো ম্যা আয়ু এর পুনঃনির্মাণ |
২০১৯ | ইয়াদ পিয়াকি আনে লাগি | সিতারা | নেহা কক্কড় | ইয়াদ পিয়াকি আনে লাগি | অভিমন্যু তোমার, শিবিন নাড়াঙ্গ | পুনঃনির্মাণ |
২০২০ | "তেরি আখো মে" | নিজ ভূমিকায় | ধর্ষণ রেবেল, নেহা কক্কর | তেরি আখো মে | পার্ল ভি পুরি, রোহিত শুচান্তি | |
"বেশারাম বেওয়াফা" [১৭] | বি প্রাক | জানি ভে | গৌতম গুলাটি |
বছর | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|
২০১৫ | রয় | প্রযোজক |
২০১৯ | খান্দানি সাফাখানা | প্রযোজক |
২০১৯ | বাটলা হাউস | প্রযোজক |
২০১৯ | মারজাবা | প্রযোজক |
২০২০ | ভুজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া | প্রযোজক |
২০২০ | স্ট্রীট ডান্সার থ্রিডি | প্রযোজক |
২০২০ | লুডো | প্রযোজক |
২০২০ | ইন্দু কি জাওয়ানি | প্রযোজক |