দিব্যা ভারতী | |
---|---|
दिव्या भारती | |
জন্ম | দিব্যা ওম প্রকাশ ভারতী ২৫ ফেব্রুয়ারি ১৯৭৪ মুম্বই, ভারত |
মৃত্যু | এপ্রিল ৫, ১৯৯৩ ভারসোভা, মুম্বই, ভারত | (বয়স ১৯)
মৃত্যুর কারণ | অস্পষ্ট |
সমাধি | ভারত |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৮–১৯৯৩ |
আদি নিবাস | মুম্বই |
দাম্পত্য সঙ্গী | সাজিদ নাদিয়াওয়ালা (বি. ১৯৯২) |
আত্মীয় | কাইনাত অরোরা (বোন) |
দিব্যা ওম প্রকাশ ভারতী, এছাড়াও দিব্যা ভারতী নামে পরিচিত (হিন্দি: दिव्या भारती, Telugu:దివ్య భారతి), (ফেব্রুয়ারি ২৫, ১৯৭৪-এপ্রিল ৫, ১৯৯৩) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি ১৯৯০-এর দশকের প্রথম দিকে বাণিজ্যিকভাবে সফল হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৯০ সালে তেলুগু বব্বিলি রাজা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে বিশ্বআত্মা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ভারতী শোলা অর শবনম (১৯৯২) এবং দিওয়ানা (১৯৯২) চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য লাভ করেন, এবং যার জন্যে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[১] ১৯৯২ এবং ১৯৯৩-এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তার রেকর্ড হয়ে আছে।[২]
ভারতীর মাত্র ১৯ বছর বয়সে এপ্রিল ৫, ১৯৯৩ সালে,[৩] ভারসোভা, মুম্বই তার ৫ তলা অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন।[৪] প্রত্যক্ষদর্শীরা জানান তিনি মূলত ভারসাম্য হারানোর ফলে ব্যালকনি থেকে নিচে পড়ে যান। তবে তার এই আকস্মিক মৃত্যু, দুর্ঘটনাজনিত না হত্যাকাণ্ড তা অস্পষ্ট রয়ে গেছে।
ভারতী ১৯৭৪ সালে ভারতের মুম্বইয়ে জন্ম নেন। তার বাবা ওম প্রকাশ ভারতী একজন বীমা কর্মকর্তা এবং মা মীতা ভারতী, যিনি তার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন।[৫] তার কুনাল নামে নামে একটি ছোট ভাই এবং বাবার প্রথম ঘরের দুই জন ভাইবোন ছিলো।[৬] তিনি সুদ্ধভাবে হিন্দি, ইংরেজি এবং মারাঠি বলতে পারতেন। ছোটবেলায় তিনি তার ছটফটে ব্যক্তিত্ব এবং আহ্লাদী চেহারার জন্য পরিচিত ছিলেন। তিনি অভিনেত্রী কাইনাত অরোরার দ্বিতীয় পিসতুত বোন ছিলেন।[৭]
ভারতী জুহু, মুম্বাইয়ে মানিকজী কুপার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে একই সময়ে অভিনেতা ও পরিচালক ফারহান আখতার উপস্থিত ছিলেন। তিনি একজন সাধারণ ছাত্রী হিসেবে অভিনয়ে অনুগমনের পূর্বে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন।[৮]
বছর | শিরনোম | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
১৯৯০ | বব্বিলি রাজা | রাণী | তেলুগু | অভিষেক/ডাবকৃত |
নিলা পানি | সূর্য | তামিল | শুধুমাত্র তামিল ভাষার চলচ্চিত্র/ডাবকৃত | |
১৯৯১ | না ইল্লে না সরগাম | ললিতা | তেলুগু | অভিষেক |
রডি আলুডু | রেখা | তেলুগু | ডাবকৃত | |
এসেম্বলি রোডি | পূজা | তেলুগু | অভিষেক | |
১৯৯২ | ধর্ম ক্ষেত্রাম | পায়েল | তেলুগু | ডাবকৃত |
বিশ্বআত্মা | কুসুম | হিন্দি | অভিষেক হিন্দি চলচ্চিত্র | |
শোলা অর শবনম | দিব্যা থাপড় | হিন্দি | ||
দিল কা ক্যায়া কাসুর | সীমা/শালিনি সাক্সেনা | হিন্দি | ||
জান সে পেয়ারা | শর্মিলা | হিন্দি | ||
দিওয়ানা | কাজল | হিন্দি | Lux Face of the Year/Filmfare Award for Best Female Debut | |
বলবান | দীপা | হিন্দি | ||
দুশমন জামানা | সীমা | হিন্দি | ||
দিল আশনা হ্যায় | লায়লা / সিতারা | হিন্দি | ||
গীত | নেহা | হিন্দি | আংশিকভাবে ডাবকৃত | |
চিতাম্মা মগুডু | সিতেমা | তেলুগু | ডাবকৃত | |
দিল হি তো হ্যায় | ভারতী | হিন্দি | ||
১৯৯৩ | ক্ষত্রিয় | তানভি সিং | হিন্দি | জীবদ্দশায় সর্বশেষ মুক্তি |
থোলি মুধু | দিব্যা | তেলুগু | মৃত্যুর পরে মুক্তি/Partly completed by south actress Rambha/Dubbed | |
রঙ | কাজল | হিন্দি | মৃত্যুর পরে মুক্তি/ডাবকৃত | |
শতরঞ্জ | রেনু | হিন্দি | মৃত্যুর পরে মুক্তি/ডাবকৃত |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |