![]() ২০১৮ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে ইয়োরেন্তে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দিয়েগো হাবিয়ের ইয়োরেন্তে রিওস | ||
জন্ম | ১৬ আগস্ট ১৯৯৩ | ||
জন্ম স্থান | মাদ্রিদ, স্পেন | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল সোসিয়েদাদ | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০১ | পেরেজ গালদোস | ||
২০০১–২০০২ | ত্রাবেঙ্কো | ||
২০০২–২০১২ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০১৩ | রিয়াল মাদ্রিদ সি | ২৯ | (১) |
২০১৩–২০১৫ | রিয়াল মাদ্রিদ বি | ৬৩ | (৩) |
২০১৩–২০১৭ | রিয়াল মাদ্রিদ | ২ | (০) |
২০১৫–২০১৬ | → রায়ো বায়েকানো (ধার) | ৩৩ | (২) |
২০১৬–২০১৭ | → মালাগা (ধার) | ২৫ | (২) |
২০১৭– | রিয়াল সোসিয়েদাদ | ৭১ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২০ | ৬ | (০) |
২০১৬– | স্পেন | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৫৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫৫, ১ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
দিয়েগো হাবিয়ের ইয়োরেন্তে রিওস (স্পেনীয় উচ্চারণ: [ˈdjeɣo ʎoˈɾente ˈri.os], ইংরেজি: Diego Llorente; জন্ম: ১৬ আগস্ট ১৯৯৩; দিয়েগো ইয়োরেন্তে নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগায় রিয়াল সোসিয়েদাদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পাশের রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
২০০০–০১ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব পেরেজ গালদোসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ইয়োরেন্তে ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি ত্রাবেঙ্কো এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১২–১৩ মৌসুমে, প্রথমে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের হয়ে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ২ ম্যাচ খেলেছেন। পরবর্তীতে তিনি ১ মৌসুম রায়ো বায়েকানোর হয়ে ধারে এবং ১ মৌসুম মালাগার হয়ে ধারে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ হতে রিয়াল সোসিয়েদাদে যোগদান করেছেন।[৩]