দিল কুমারী ভান্ডারী | |
---|---|
সাবেক সংসদ সদস্য মো | |
কাজের মেয়াদ মে ১৯৮৫-২৭ নভেম্বর ১৯৮৯; ২০ জুন ১৯৯১ - ১০ মে ১৯৯৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বানা পুত্তাবং, দার্জিলিং, ভারত | ১৪ মে ১৯৪৯
রাজনৈতিক দল | সিকিম সংগ্রাম পরিষদ |
দাম্পত্য সঙ্গী | নর বাহাদুর ভান্ডারী |
বাসস্থান | গ্যাংটক, সিকিম, ভারত |
দিল কুমারী ভান্ডারী/রাই (নেপালি : दिल कुमारी भण्डारी/राई) হলেন একজন প্রাক্তন এবং সিকিমের প্রথম নারী সংসদ সদস্য (লোকসভা)। তিনি ২০১২ সাল পর্যন্ত ভারতীয় গোর্খাদের সংগঠন ভারতীয় গোর্খা পরিষদের সভাপতি ছিলেন। তিনি ক্রমাগত নেপালি-ভাষী লোকদের জন্য কাজ করে চলেছেন, ভারতীয় সংবিধানের আটটি তফসিলে নেপালি ভাষার অন্তর্ভুক্তি তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। [১]
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |