দিল সে.. | |
---|---|
পরিচালক | মণি রত্নম |
প্রযোজক | ভারত শাহ মণি রত্নম রাম গোপাল বর্মা শেখর কাপুর |
রচয়িতা | টিগমানশু ধুলিয়া মণি রত্নম সুজাতা রঙ্গরাজন |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান মনীষা কৈরালা প্রীতি জিন্টা |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | সন্তোষ সিভান |
সম্পাদক | সুরেশ উরস |
পরিবেশক | মাদ্রাজ টকিস ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি | ২১ আগস্ট, ১৯৯৮ |
স্থিতিকাল | ১৫৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি তামিল |
নির্মাণব্যয় | ১২ কোটি রুপি [১] |
আয় | ১৭.৫ কোটি রুপি[২] |
দিল সে (হিন্দি: दिल से, বাংলা: দিল সে - মন থেকে), এইটি ১৯৯৮ সালের একটি বলিউড চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের পরিচালক মণি রত্নম। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, মনীষা কৈরালা ও প্রীতি জিন্টা। এটিই প্রীতি জিন্টা অভিনীত প্রথম বলিউড চলচ্চিত্র। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
দিল সে ছবির শুটিং হয় হিমাচল, কাশ্মীর, আসাম, নয়া দিল্লি, কেরালা ও ভারতের অন্যান্য স্থানে এবং ভুটান-এর কিছু অংশে টানা ৫৫ দিন এবং এটি একই সঙ্গে তামিল ভাষায় অনুবাদ করে 'উয়িরে' নামে মুক্তি দেওয়া হয়েছিলো।
অমরকান্ত বর্মা (শাহ রুখ খান) ভারতের সরকারি রেডিও 'অল ইন্ডিয়া রেডিও'তে চাকরি করেন, তিনি আসাম প্রদেশে মেঘনা (মনীষা কৈরালা) নামের এক মেয়েকে দেখে পছন্দ করে ফেলেন, এবং ঐ মেয়েটি তার জীবনে অনেক সমস্যা নিয়ে আসে।