দিল হ্যায় কি মানতা নেহি | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | মহেশ ভাট |
প্রযোজক | গুলশান কুমার |
রচয়িতা | রবিন ভাট শরদ জোশী |
শ্রেষ্ঠাংশে | আমির খান পূজা ভাট অনুপম খের টিকু তালসানিয়া |
সুরকার | নাদিম-শ্রাবণ |
চিত্রগ্রাহক | প্রবীণ ভাট |
সম্পাদক | সঞ্জয় শংকলা |
প্রযোজনা কোম্পানি | টি সিরিজ বিশেষ ফিল্মস |
পরিবেশক | স্পার্ক ওয়ার্ল্ডওয়াইড (যুক্তরাষ্ট্র), (ডিভিডি) |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹42 million[১] |
দিল হ্যায় কে মানতা নেহি (বাংলা: মন মানেনা, হিন্দি: दिल है के मानता नहीं) হচ্ছে ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। রোম্যান্টিক ঘরানার এই চলচ্চিত্রে আমির খান এবং পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা ভাট মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পূজা ভাটের অভিনয় করা এই দিল হে কে মানতা নেহিই প্রথম চলচ্চিত্র ছিলো যেটাতে তিনি মূল নায়িকা চরিত্রে ছিলেন।
বক্স অফিসে সাক্সসেসফুল হওয়া এই চলচ্চিত্রটি পূজা ভাট এবং আমির খান - দুইজনেরই কর্মজীবনে চমক নিয়ে এসেছিলো।[২] চলচ্চিত্রটির কাহিনী ১৯৫৬ সালের হিন্দি চলচ্চিত্র চোরি চোরি (রাজ কাপুর এবং নার্গিস এর অভিনয় করা) এবং ১৯৬৬ সালের তামিল চলচ্চিত্র চন্দ্রদয়াম (এমজিআর এবং জয়ললিতার অভিনয় করা) থেকে অনুপ্রাণিত যেখানে এই দুটি চলচ্চিত্র আবার ১৯৩৪ সালের একটি মার্কিন চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিলো।[৩][৪]
|কর্ম=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)