গোল্ডেন এম্পেরর Golden Emperor | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Dilipa |
প্রজাতি: | D. morgiana |
দ্বিপদী নাম | |
Dilipa morgiana | |
প্রতিশব্দ | |
|
গোল্ডেন এম্পেরর(বৈজ্ঞানিক নাম: Dilipa morgiana (Westwood)) যার মূল শরীর হলদে বাদামী বর্ণের এবং ডানা দুটিতে সোনালী বাদামী বর্ণ দেখা যায়। এরা মাঝারী আকারের প্রজাপতি এবং নিমফ্যালিডি পরিবার এবং আপাটুরিনি উপগোত্রের সদস্য।[১]ভারতএ এই প্রজাতির অধীনে কোন উপ-প্রজাতি তালিকাভুক্ত নেই।[২] এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন (Wild Life Protection Act, 1972) অনুসারে তফ্সিল ১ এর তালিকার অন্তর্ভুক্ত।
প্রসারিত অবস্থায় গোল্ডেন এম্পেরর এর ডানার আকার ৭০-৮০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
এই প্রজাতি ভারত এর জন্মু কাশ্মীর[৩] থেকে অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার[৪] এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[১]