দিল্লি উচ্চ আদালত | |
---|---|
প্রতিষ্ঠাকাল | ৩১ অক্টোবর ১৯৬৬ |
অধিক্ষেত্র | ভারত |
অবস্থান | শেরশাহ রোড, জাস্টিস এস.বি মার্গ, নতুন দিল্লি, ১১০৫০৩,ভারত |
স্থানাঙ্ক | ২৮°৩৬′৩২″ উত্তর ৭৭°১৪′১০″ পূর্ব / ২৮.৬০৯০° উত্তর ৭৭.২৩৬১° পূর্ব |
অনুমোদনকর্তা | ভারতের সংবিধান |
রায় পুনর্বিচারের আবেদন স্থান | ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় |
বিচারকের মেয়াদ | ৬২ বছর বয়স পর্যন্ত |
তথ্যক্ষেত্র | delhihighcourt.nic.in |
প্রধান বিচারপতি | |
সম্প্রতি | মনমোহন(ভারপ্রাপ্ত) [১] |
হইতে | ৯ নভেম্বর ২০২৩ |
দিল্লি উচ্চ আদালত ৩১ অক্টোবর ১৯৬৬ সালে দিল্লি উচ্চ আদালতআইন, ১৯৬৬ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।[২] এটি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিটি) রাজ্য স্তরে বিচার কার্য পরিচালনাকারী সর্বোচ্চ আদালত। এর অধীনে রয়েছে অধস্তন আদালত, যা ১১টি বিচারিক জেলার এক্তিয়ারভুক্ত, যথা (১) সেন্ট্রাল (২) নিউ দিল্লি (৩) সাউথ (৪) সাউথ-ওয়েস্ট (৫) নর্থ (৬) নর্থ-ওয়েস্ট (৭) ওয়েস্ট (৮) নর্থ-ইস্ট (৯) ইস্ট (১০) সাউথ-ইস্ট (১১) শাহদারা।[৩]
আগে পাঞ্জাব এবং দিল্লি প্রদেশ, ২১ মার্চ ১৯১৯-এ প্রতিষ্ঠিত লাহোর উচ্চ আদালতের এক্তিয়ারভুক্ত ছিল। ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭, দ্বারা ভারত ও পাকিস্তান বিভাজন হওয়ার আগে পর্যন্ত এই অবস্থা বলবৎ ছিল। [৪]