পূর্ণ নাম | দিল্লি ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
সংক্ষিপ্ত নাম | ডিএফসি | ||
প্রতিষ্ঠিত | ১৯৯৪ | ||
মাঠ | আম্বেদকর স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৩৫,০০০ | ||
মালিক | রঞ্জিত বাজাজ | ||
হেড কোচ | ইয়ান ল | ||
লিগ | আই-লিগ দিল্লি প্রিমিয়ার লিগ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
দিল্লি এফসির বিভাগসমূহ | ||
---|---|---|
ফুটবল (পুরুষ) |
ফুটসাল (পুরুষ) |
ফুটবল (রিজার্ভ ও অ্যাকাডেমি) |
দিল্লি ফুটবল ক্লাব হল ভারতের দিল্লিভিত্তিক[১] একটি পেশাদার ফুটবল ক্লাব যারা বর্তমানে জাতীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় ডিভিশন আই-লিগে[২][৩] অংশগ্রহণ করে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির বর্তমান মালিক রঞ্জিত বাজাজ। এই দল ২০২২–২৩ আই-লিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আই-লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।
১৯৯৪-এ প্রতিষ্ঠার পর থেকে দিল্লি এফসি নিম্ন ডিভিশনের ফুটবল খেলতে খেলতে ২০০৯-এ ফুটবল দিল্লির সিনিয়র ডিভিশনে সুযোগ পায়, যা বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগ নামে পরিচিত।[৪][৫][৬]
২০২০-এর আগস্টে মিনার্ভা অ্যাকাডেমি এফসির মালিক রঞ্জিত বাজাজ দলের দায়িত্ব নেন। তিনি পাঞ্জাব এফসি দলটি রাউন্ডগ্লাস কোম্পানিকে বিক্রি করে দেন ও দিল্লি এফসির ৯০% মালিকানা সত্ত্ব কিনে নেন।[৭][৮][৯]
২০২১ ডুরান্ড কাপ প্রতিযোগিতায় দিল্লি এফসি আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে চমক দেয় ও নক-আউটে উত্তীর্ণ হয়।[১০][১১]
আই-লিগ ২ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দিল্লি এফসি এখন আই-লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে প্রথমবারের জন্য।[১২][৩][১৩][১৪]
আম্বেদকর স্টেডিয়াম এই দলের মূল ঘরের মাঠ হলেও জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই দল বহু ম্যাচ খেলেছে।
এই দলের মূল সমর্থক গোষ্ঠী হল ডায়নামোজ আল্ট্রাজ। পূর্বে এই দল দিল্লি ডায়নামোজ (বর্তমান ওড়িশা এফসি) দলের সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু দিল্লি ডায়নামোজ বিলুপ্ত হবার পর থেকে তারা দিল্লি এফসিকে সমর্থন করে।
সময়কাল | পোশাক প্রস্তুতকারক | শার্ট স্পনসর |
---|---|---|
২০২১—২০২৩ | স্পার্টান | — |
২০২৩ | অ্যাস্ট্রো | কালারডিজাইন ইন্ডিয়া[১৫] |
২০২৩—বর্তমান | নিভিয়া স্পোর্টস |
পজিশন | নাম |
---|---|
মালিক | রঞ্জিত বাজার |
হেড কোচ | ইয়ান ল |
সহকারী কোচ | ইসরাইল গুরুং |
গোলকিপিং কোচ | মন্নু রাও |
ফিজিও | ভূষণ দাহিকর |
ক্লাবের ফুটসাল দল নিয়মিত এআইএফএফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে[১৬][১৭] অংশগ্রহণ করে এবং তারা প্রথম মরসুম অর্থাৎ ২০২১/২২-এর দিল্লি ফুটসাল লিগ সহ[১৮][১৯] ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন ও হয়েছিল।[২০][২১]
এই সুবাদে তারা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ান ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করেছিল, যদিও পরে চ্যাম্পিয়নশিপটি বাতিল ঘোষিত হয়েছিল।[২২][২৩]