এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০২১) |
দিশা ভাকানি | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
দিশা ভাকানি হলেন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তার অভিনয় জীবন শুরু করেন গুজরাতী টেলিভিশন ধারাবাহিক কমল প্যাটেল বনাম ধমাল প্যাটেল, লালি লীলা ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে।[২] তিনি দেবদাস, যোধা আকবর ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন[৩]। তিনি বর্তমানে তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকে অভিনয় করছেন।[৪][৫][৬] তিনি আহমেদাবাদ শহরের গুজরাত কলেজ থেকে নাট্যশিল্পে স্নাতক স্তরের শিক্ষালাভ করেন।[২]