দিশু دیشو | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩০°২৬′১১″ উত্তর ৬৩°২০′০৯″ পূর্ব / ৩০.৪৩৬৩° উত্তর ৬৩.৩৩৫৮° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেলমান্দ প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ১৯,৯০০ |
দিশু জেলা[২] আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি জেলা। জেলাটি পাকিস্তান সীমান্তের পাশাপাশি অবস্থান করছে। ২০১২ সালের আদমশুমারী অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৯,৯০ জন এর মত, যার মধ্যে ৮০% পশতু এবং ২০% বেলুচি সম্প্রদায়ের।[১] দিশু গ্রামটি হচ্ছে জেলাটির কেন্দ্রীয় শহর। এছাড়াও জেলাটির বেশিরভাগ বসতিগুলি হেলমান্দ নদীর পাশে অবস্থান করছে। অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্য রয়েছে বাহরাঞ্চা শহর।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ এর অঞ্চলভিত্তিক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |