দীপিকা সিং | |
---|---|
জন্ম | দীপিকা সিং ২৬ জুলাই ১৯৮৯[১] |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | স্নাতকোত্তর ডিগ্রী |
মাতৃশিক্ষায়তন | পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১১ – বর্তমান |
পরিচিতির কারণ | দিয়া অর বাতি হাম |
উচ্চতা | ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | রোহিত রাজ গোয়েল (বি. ২০১৪) |
সন্তান | ১ |
দীপিকা সিং (জন্ম: ২৬ জুলাই, ১৯৮৯) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার প্লাসের ধারাবাহিক দিয়া অর বাতি হাম-এ সন্ধ্যা চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।[২]
দীপিকা সিংয়ের জন্ম ১৯৮৬ সালের ২৬ জুলাই দিল্লীতে একটি রাজপুত পরিবারে। তার তিন ছোট ভাইবোন রয়েছে - দুই বোন এবং এক ভাই।
দীপিকা পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন।[৩]
দীপিকা ২০১১ সালে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক দিয়া অর বাতি হাম-এ সন্ধ্যা কোঠারি চরিত্রে অভিনয় দিয়ে টেলিভিশনে অভিষেক করেন।[৪] ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকটির সম্প্রচার শেষ না হওয়া পর্যন্ত তিনি পাঁচ বছর এই চরিত্রে অভিনয় করেছিলেন।[৫] ২০১৮ সালে তাকে দ্য রিয়েল সোলমেট নামে একটি ওয়েব ধারাবাহিকে দেখা গিয়েছিল। তিনি ২০১৪ এবং ২০১৯ সালে একতা কাপুরের বক্স ক্রিকেট লীগের অংশগ্রহণকারীও ছিলেন।[৬] ২০১৯ সালে দীপিকা টেলিভিশন অভিনয়ে পুনরায় ফিরে এসেছিলেন এবং তিনি কালার্স টিভির অতিপ্রাকৃত ধারাবাহিক কবচ ... মহাশিবরাত্রি-তে যমজ বোন সন্ধ্যা এবং সাক্ষি পাটবর্ধনের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।[৭]
দীপিকা তার টেলিভিশন ধারাবাহিকের পরিচালক রোহিত রাজ গোয়েলকে ২০১৪ সালের ২ মে বিয়ে করেছিলেন।[৮] ২০১৭ সালের জানুয়ারীতে তিনি গণমাধ্যম এবং তার ভক্তদের কাছে তার গর্ভাবস্থার সংবাদ প্রকাশ করেছিলেন।[৯] ২০১৭ সালের মে মাসে তিনি একটি বাচ্চা ছেলের জন্ম দিয়েছিলেম[১০][১১] এবং অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন।[১২]
দীপিকা ধ্রুপদী ওড়িশি নৃত্য সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন।[১৩]
বছর | অনুষ্ঠান | ভূমিকা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|
২০১১-২০১৬ | দিয়া অর বাতি হম | আইপিএস সন্ধ্যা কোঠারি / সন্ধ্যা সুরজ রাথি | স্টার প্লাস | আনাস রশিদের বিপরীতে মূখ্য ভূমিকা[১৪] |
২০১১ | জিন্দেগি কা হর রাঙ....গুলাল | স্বভূমিকায় | দিয়া অর বাতি হাম-এর প্রচার | |
২০১২ | নাচ বালিয়ে ৫ | নীলু বাঘেলা এবং অরবিন্দ কুমারকে সমর্থন করার জন্য | ||
২০১৩ | নাচ বালিয়ে ৬ | কনিকা মহেশ্বরী এবং অঙ্কুর ঘাইকে সমর্থন করার জন্য | ||
২০১৪ | বক্স ক্রিকেট লীগ | প্রতিযোগী | সনি টিভি | দিল্লি ড্রাগন'র খেলোয়াড় |
ইয়ে হ্যায় মহাবাতে | সন্ধ্যা | স্টার প্লাস | অতিথি, হিনা খান এবং দেবলীনা ভট্টাচার্য'র সাথে | |
২০১৫ | তু মেরা হিরো | অতিথি | ||
২০১২; ২০১৬ | ইয়া রিশতা কেয়া কেহলাতা হ্যায় | অতিথি, সমন্নিত পর্ব | ||
২০১৭ | তু সুরাজ, ম্যায় সাঞ্জ পিয়াজি | বিশেষ উপস্থিতি, (কেবলমাত্র ফ্ল্যাশব্যাকগুলিতে)[১৫] | ||
২০১৯ | কিচেন চ্যাম্পিয়ন ৫ | প্রতিযোগী | কালারস টিভি | অন্তরা বিশ্বাসের সাথে[১৬][১৭] |
বক্স ক্রিকেট লীগ ৪ | এমটিভি (ভারত) | চেন্নাই সোয়াগার্স'র খেলোয়াড়[১৮] | ||
কবচ ... মহাশিবরাত্রি | সন্ধ্যা পাটবর্ধন / সন্ধ্যা অঙ্গদ জিন্দাল / সাক্ষী পাটবর্ধন / সাক্ষী কপিল সালগাঁওকার | কালারস টিভি | মূখ্য নারী অভিনেত্রী[১৯][২০] |
বছর | বিভাগ | চরিত্র | প্রদর্শনী | মন্তব্য |
---|---|---|---|---|
ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | ||||
২০১২ | সেরা জনপ্রিয় অভিনেত্রী | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী |
বেস্ট ফ্রেশ নিউ ফেইস (নারী) | মনোনীত | |||
বেস্ট অনস্ক্রিন কাপল (আনাস রশিদের সাথে) | মনোনীত | |||
২০১৩ | বেস্ট অনস্ক্রিন কাপল | মনোনীত | ||
মূখ্য ভূমিকায় সেরা অভিনেত্রী | বিজয়ী | |||
২০১৫ | বেস্ট অনস্ক্রিন কাপল | মনোনীত | ||
জি গোল্ড অ্যাওয়ার্ডস | ||||
২০১২ | বেস্ট গোল্ড ডেবিউ (মহিলা) | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী |
২০১৩ | বেস্ট অ্যাক্টর (নারী) | মনোনীত | ||
মোস্ট পপুলার জোড়ি | ||||
২০১৫ | বেস্ট অ্যাক্টর (নারী) | |||
বিগ স্টার ইয়ং এন্টারটেইনার অ্যাওয়ার্ড | ||||
২০১২ | সুপারহিট টিভি স্টার (নারী) | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী |
লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ডস | ||||
২০১২ | বেস্ট জোড়ি (আনাস রশিদের সাথে) | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী |
হীরা মানেক পুরস্কার | ||||
২০১২ | বেস্ট টিভি অ্যাক্ট্রিস | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী |
নিকেলোডিওন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ইন্ডিয়া | ||||
২০১৩ | বেস্ট টিভি কারেক্টার (নারী) | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | মনোনীত |
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস[২১] | ||||
২০১৪ | দেশ কি ধাড়কান | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | বিজয়ী[২১] |
বেস্ট অ্যাক্ট্রিস - ড্রামা | মনোনীত | |||
বিগ এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস | ||||
২০১৪ | মোস্ট এন্টারটেইনিং টেলিভিশন অ্যাক্টর - নারী | সন্ধ্যা রাথি | দিয়া অর বাতি হাম | মনোনীত |