দুরেসের বড় মসজিদ | |
---|---|
স্থানীয় নাম আলবেনীয়: Xhamia e Madhe e Durrësit | |
অবস্থান | দুরেস, আলবেনিয়া |
নির্মিত | ১৯৩০ |
দুরেসের বড় মসজিদ বা দুরেসের গ্র্যান্ড মসজিদ (আলবেনীয়: Xhamia e Madhe) অথবা নতুন মসজিদ (Xhamia e Re) আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ। এটি আলবেনিয়া আলবেনিয়ার বন্দরনগরী দুরেসে অবস্থিত। [১]
১৯৩১ সালে রাজা ১ম আহমেত জোগু-র শাসনামলে উসমানী আমলের একটি পুরাতন মসজিদের জায়গায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটি উদ্বোধনের সময় এটি ছিল আলবেনিয়ার বৃহত্তম মসজিদ। আলবেনীয় স্বৈরশাসক এনভার হোক্সার অধীনে তৎকালীন কমিউনিস্ট সরকার ১৯৬৭ সালে মসজিদটি বন্ধ করে দেয়। একই সাথে তারা মসজিদের মিনারটি ভেঙ্গে দেয়। এনভার হোক্সার আমলে উসমানী যুগের অন্যান্য বেশিরভাগ ঐতিহাসিক মসজিদ ধ্বংস করা হয়। [১] তারপর থেকে মূল মসজিদটি তথাকথিত যুব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ১৯৭৯ সালের ভূমিকম্পের ফলে মসজিদটি পুনরায় ক্ষতিগ্রস্ত হয়।
মুসলিম ওয়ার্ল্ড লীগের ‘আন্তর্জাতিক ইসলামী ত্রাণ সংস্থা’র সহায়তায় ১৯৯৩ সালে মসজিদটি পুনরায় চালু করা হয়।
উসমানী যুগের ছোট মসজিদ (ফাতিহ মসজিদ) থেকে পৃথক করতে এই মসজিদটিকে গ্র্যান্ড মসজিদ বা বড় মসজিদও বলা হয়।