দুর্গ জেলা

দুর্গ জেলা
ছত্তিসগড়ের একটি জেলা
কৈভাল্য ধাম, দুর্গ
কৈভাল্য ধাম, দুর্গ
দুর্গ জেলার অবস্থান ছত্তিশগড়ে
দুর্গ জেলার অবস্থান ছত্তিশগড়ে
দেশ ভারত
রাজ্যছত্তিশগড়
Divisionদুর্গ
সদর দপ্তরদুর্গ
Tehsils
সরকার
 • Lok Sabha constituencies
আয়তন
 • Total২,২৩৮ বর্গকিমি (৮৬৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • Total৩৩,৪৩,৮৭২
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলIST (ইউটিসি+০৫ঃ৩০)
Major highwaysNH6
ওয়েবসাইটdurg.gov.in

দুর্গ জেলা ভারতের ছত্তিসগড়ের একটি জেলা। জেলা সদর হ'ল দুর্গ। জেলাটির আয়তন ২,২৩৮ বর্গ কিলোমিটার। ২০১১ সালের হিসাবে এটি ছত্তিশগড়ের দ্বিতীয় জনবহুল জেলা (১৮টির মধ্যে),রায়পুর এর পরেই। []

জেলাটিতে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। হিন্দুদের মন্দির, গঙ্গা মালিয়াত ঝালমালা, জৈনদের নাগপুরায় (দুর্গের নিকটবর্তী) উবাসাগগ্রহম পার্শ্ব তীর্থ, যা সমগ্র ভারত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। ল্যাংগুরভীর মন্দিরটি একমাত্র ও অদ্বিতীয় হিন্দু মন্দির, যা দুর্গে অবস্থিত ভারতের ল্যাংগুরভীর ভক্তদের উপাসনালয়।

ভিলাই শহরে ভিলাই ইস্পাত কারখানা রয়েছে। এখন দুর্গকে তিনটি প্রধান জেলা দুর্গ, বালোদ এবং বেমতারা নামে বিভক্ত করা হয়েছে।

ভূগোল

[সম্পাদনা]

নিম্নলিখিত জেলাগুলি ঘিরে দুর্গ:

১. বেমেতারা উত্তরে

২. বালোদ দক্ষিণে

৩. রায়পুর পূর্বে।

৪. ধমতারি দক্ষিণ পূর্ব দিকে

৫. রাজনন্দগাঁও পশ্চিমে

স্থানীয় সংস্থা:

পৌর কর্পোরেশন

[সম্পাদনা]

পৌরসভা

[সম্পাদনা]

নগর পঞ্চায়েত

[সম্পাদনা]

শহরগুলি

[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুর্গ জেলার জনসংখ্যা ৩,৩৪৩,৮৭২,[] উরুগুয়ের জনসংখ্যার মোটামুটি সমান [] বা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেটিকাটের সমান। এটিকে ভারতের ৬৪০ টি স্থানের মধ্যে ১০০ তম। জেলার জনসংখ্যার ঘনত্ব ৩৯১ জন প্রতি বর্গকিলোমিটার (১,০১০ জন/বর্গমাইল)। [] এর জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১-এর দশকে ছিল ১৮.৯৫%। দুর্গ জেলায় প্রতি এক হাজার পুরুষের বিপরীতে ৯৮৮ জনমহিলা এবং সাক্ষরতার হার ৭৯.৬৯%। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  2. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১Uruguay 3,308,535 July 2011 est.