দৃশ্যম | |
---|---|
পরিচালক | নিশিকান্ত কমত |
প্রযোজক |
|
রচয়িতা | উপেন্দ্র শিদায়ে |
কাহিনিকার | জিতু জোসেফ |
উৎস | জিতু জোসেফ কর্তৃক দৃশ্যম |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বিশাল ভারদ্বাজ[১][২] |
চিত্রগ্রাহক | অভিনাশ অরুণ |
সম্পাদক | আরিফ শেখ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ভায়াকমএইটিন মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট[৩] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩৮ কোটি[৪] |
আয় | প্রা. ₹১৪৭.৮৭ কোটি[৫][৪] |
দৃশ্যম নিশিকান্ত কমত পরিচালিত ২০১৫ সালের ভারতীয় হিন্দি ভাষার অপরাধ থ্রিলার চলচ্চিত্র। এটি ২০১৩ সালের মালয়ালম ভাষার দৃশ্যম চলচ্চিত্রের পুনর্নির্মাণ। চলচ্চিত্রটি প্যানোরামা স্টুডিওজের ব্যানারে প্রযোজিত এবং ভায়াকমএইটিন মোশন পিকচার্সের ব্যানারে পরিবেশিত হয়। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অজয় দেবগন, অক্ষয় খান্না, তাবু, ও শ্রিয়া সরন।
দৃশ্যম ২০১৫ সালের ৩১শে জুলাই মুক্তির পর সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা অর্জন করে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১১১ কোটি রুপী আয় করে ব্যবসাসফল হয়। এই চলচ্চিত্রের অনুবর্তী পর্ব দৃশ্যম ২ ২০২২ সালে মুক্তি পায়।[৬] ২০২২ সালে দৃশ্যম চীনে মুক্তি দেওয়া হয় এবং সেখানে ৪.০৫ মিলিয়ন রুপী আয় করে, ফলে এর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ১৪৭.৮৭ কোটি রুপী।[৫]
দৃশ্যম চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন বিশাল ভারদ্বাজ এবং গীত লিখেছেন গুলজার। অ্যাশ কিংয়ের গাওয়া "কার্বন কপি" গানটি ২০১৫ সালের ৭ই জুলাই প্রকাশিত হয়। দৃশ্যম চলচ্চিত্রের গানের স্বত্ত্ব জি মিউজিক কোম্পানির।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "কার্বন কপি" | অ্যাশ কিং | ০৩:৩৪ |
২. | "দম গুটতা হ্যায়" | রাহাত ফাতেহ আলী খান, রেখা ভারদ্বাজ | ০৪:৩০ |
৩. | "কব কাহাঁ সে" | কেকে | ০৩:৫৮ |
৪. | "ক্যায়া পাতা" | অরিজিৎ সিং | ০৪:১৪ |
মোট দৈর্ঘ্য: | ১৬:১৬ |