দেড়গাঁও | |
---|---|
নগর | |
ভারতের অসমে দেড়গাঁওয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৪২′ উত্তর ৯৩°৫৮′ পূর্ব / ২৬.৭° উত্তর ৯৩.৯৭° পূর্ব | |
দেশ | India |
রাজ্য | অসম |
জেলা | গোলাঘাট জেলা |
উচ্চতা | ৮২ মিটার (২৬৯ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৩,৩৬৪ |
ভাষা | |
• সরকারী | অসমীয়া |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৮৫৬১৪ |
যানবাহন নিবন্ধন | AS |
দেড়গাঁও (অসমীয়া: দেরগাঁও) অসমের গোলাঘাট জেলায় অবস্থিত একটি নগর।
দেড়গাঁওয়ের স্থানাঙ্ক হচ্ছে ২৬°৪২′ উত্তর ৯৩°৫৮′ পূর্ব / ২৬.৭° উত্তর ৯৩.৯৭° পূর্ব।[১] সাগরপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮২মিটার(২৬৯)ফুট।
২০০১ সনের জনগননা অনুযায়ী দেড়গাঁওয়ের জনসংখ্যা হচ্ছে ১৩,৩৬৪ জন[২] । যার ৫৬% পুরুষ ও ৪৪% মহিলা। এখানের সাক্ষরতার হার ৮৫%, পুরুয ও মহিলার সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৮৮% ও ৮১%। এখানকার জনসংখ্যার প্রায় ১০% ছয় বছরের অনুর্ধর।
দেড়গাঁও কলিয়াবর লোকসভা সমষ্টির অন্তর্গত।[৩]
৩৭ নং ভারতীয় জাতীয় সড়ক দেড়গাঁওকে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযুক্ত করে। এর নিকটতম রেল স্টেশন হচ্ছে বরুয়াবামুণ গাঁও রেল স্টেশন। দেড়গাঁওয়ের নিকটবর্তী বিমানবন্দরটি হচ্ছে যোরহাটের বড়ৈয়া বিমানবন্দর।