দেবজ্যোতি মিশ্র | |
---|---|
জন্ম | কলকাতা, ভারত | ৩০ এপ্রিল ১৯৬০
ধরন | চলচ্চিত্র স্কোর, সঙ্গীত, বাংলা সঙ্গীত, ভারতের সঙ্গীত, |
পেশা | সঙ্গীত পরিচালক, সুরকার |
বাদ্যযন্ত্র | বেহালা, সরোদ |
কার্যকাল | ১৯৯৮– বর্তমান |
দাম্পত্যসঙ্গী | জোনাকী মুখোপাধ্যায় |
ওয়েবসাইট | www |
দেবজ্যোতি মিশ্র (৩০ এপ্রিল ১৯৬৩ ) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতের সুরকার,[১] যিনি ২০০৪ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হিন্দি চলচ্চিত্র রেইনকোট-এ স্বল্প শাস্ত্রীয় শৈলীর সুরসৃষ্টির জন্য,[২] ২০০৮ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গ ছবিতে সঙ্গীত পরিচালনায় জনপ্রিয়তা লাভ করেন। [৩] চার দশকের বেশি সময় ধরে সঙ্গীতের জগতে সুরসৃষ্টির সঙ্গে ব্যক্তিগত স্মৃতি ও সঙ্গীতের নানা কাহিনি ও তার বিশ্লেষণ নিয়ে তিনি গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। [৪][৫]
দেবজ্যোতি মিশ্রের জন্ম ১৯৬০ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল কলকাতার এক সাঙ্গীতিক পরিবারে। পিতা বেহালাবাদক ও প্রশিক্ষক জাহ্নবীরঞ্জন মিশ্র ছিলেন সত্যজিৎ রায়ের ঘনিষ্ট। মাতা গৌরী দেবী। দেবজ্যোতি শাস্ত্রীয় সঙ্গীতে বাদ্যযন্ত্র বেহালা, সরোদ ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো আয়ত্ত করেন ছোটবেলা থেকেই। তিনি কিছুদিন ওস্তাদ আলী আকবর খানের কাছে সরোদে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নেন।
বছর | চলচ্চিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|
১৯৯৭ | দহন | ঋতুপর্ণ ঘোষ | |
১৯৯৮ | হাজার চুরাশি কী মা | গোবিন্দ নিহলানি | |
১৯৯৯ | অসুখ | ঋতুপর্ণ ঘোষ | |
তুমি এলে তাই | প্রভাত রায় | ||
২০০০ | বাড়িওয়ালি | ঋতুপর্ণ ঘোষ | |
উৎসব | ঋতুপর্ণ ঘোষ | ||
২০০১ | এক যে আছে কন্যা | সুব্রত সেন | |
পাতালঘর | অভিজিৎ চৌধুরী | ||
২০০২ | তিতলি | ঋতুপর্ণ ঘোষ | |
হেমন্তের পাখি | ঊর্মি চক্রবর্তী | ||
স্বপ্নের ফেরিওয়ালা | সুব্রত সেন | ||
শুভ মহরৎ | ঋতুপর্ণ ঘোষ | ||
২০০৩ | চোখের বালি | ঋতুপর্ণ ঘোষ | |
২০০৪ | Shadows of Time | Florian Gallenberger | |
রেইনকোট | ঋতুপর্ণ ঘোষ | ||
২০০৮ | আহা! | এনামুল করিম নির্ঝর | |
ধর্ম | ভাবনা তলোয়ার | ||
২০০৮ | ক্যালকাটা নিউজ | ব্লেসি | |
চতুরঙ্গ | সুমন মুখোপাধ্যায় | ||
রামচাঁদ পাকিস্তানি | মেহেরীন জব্বার | ||
২০১০ | আরেকটি প্রেমের গল্প | কৌশিক গঙ্গোপাধ্যায় | |
নটবর নট আউট | অমিত সেন | ||
অটোগ্রাফ | সৃজিত মুখোপাধ্যায় | ||
২০১১ | ইতি মৃণালিনী | অপর্ণা সেন | |
উড়ো চিঠি | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
মেমোরিজ ইন মার্চ | সঞ্জয় নাগ | ||
২০১২ | চতুরঙ্গ& nbsp;:দ্য ক্রাউনিং উইশ | ঋতুপর্ণ ঘোষ | |
তবে তাই হোক | সৌগত রায় বর্মন | ||
২০১৩ | মেঘে ঢাকা তারা | কমলেশ্বর মুখোপাধ্যায় | |
ছায়াময় | হরনাথ চক্রবর্তী | ||
বসন্ত উৎসব | ঋতব্রত ভট্টাচার্য | ||
গয়নার বাক্স | অপর্ণা সেন | ||
চাঁদের পাহাড় | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
সত্যান্বেষী | ঋতুপর্ণ ঘোষ | ||
মিশর রহস্য | সৃজিত মুখোপাধ্যায় | ||
২০১৪ | বাড়িটার বাংলা | রঙ্গন চক্রবর্তী | |
২০১৫ | শেষের কবিতা | সুমন মুখোপাধ্যায় | |
২০১৫ | নাটকের মতো | দেবেশ চট্টোপাধ্যায় | |
২০১৫ | আরশিনগর | অপর্ণা সেন | |
২০১৬ | কিরীটী ও কালোভ্রমর | অনিন্দ্য বিকাশ দত্ত | |
২০১৭ | মেঘনাদবধ রহস্য | অনীক দত্ত | |
রক্তকরবী | অমিতাভ ভট্টাচার্য | ||
কার্জনের কলম | সৌভিক মিত্র | ||
ময়ূরাক্ষী | অতনু ঘোষ | ||
২০১৮ | মুখোমুখি | কমলেশ্বর মুখোপাধ্যায় | |
হাসিনা: এ ডটার'স টেল | পিপলু খান | ||
মাটি | লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি | [৬] | |
হাসন রাজা | রহুল আমিন | ||
২০১৯ | মহালয়া | সৌমিক সেন | [৭] |
২০২০ | বাঁশুরি: দ্য ফ্লুট | হরি বিশ্বনাথ | [৮] |
গণ্ডি | ফখরুল আরফিন খান | ||
২০২১ | বিনিসুতোয় | অতনু ঘোষ | [৯] |
২০২২ | অপরাজিত | অনীক দত্ত | [১০] |
আয় খুকু আয় | সৌভিক কুণ্ডু | ||
২০২৩ | আরো এক পৃথিবী | অতনু ঘোষ | [১১] |
শেষ পাতা | অতনু ঘোষ | ||
লহো গৌরাঙ্গের নাম রে | সৃজিত মুখোপাধ্যায় |