দেবরাজ রায় | |
---|---|
জন্ম | [১] | ৯ ডিসেম্বর ১৯৫৪
মৃত্যু | ১৭ অক্টোবর ২০২৪ | (বয়স ৬৯)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা[২][৩] |
দাম্পত্য সঙ্গী | অনুরাধা রায় (বি.১৯৭৬−বর্তমান) |
দেবরাজ রায় (ইংরেজি: Debraj Ray;( ০৯ ডিসেম্বর ১৯৫৪ - ১৭ অক্টোবর ২০২৪[৪]) ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা।[৫] অভিনেত্রী অনুরাধা রায় তার স্ত্রী। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।[৬][৭][৮] তার বাবা-মা থিয়েটারের বিখ্যাত মুখ তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী) ও দীপান্বিতা রায়।[৯]
নাট্যমঞ্চ ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের প্রথম যুগে সুদর্শন শিল্পীর স্পষ্ট উচ্চারণে সংবাদ পাঠ মুগ্ধ করেছিল দূরদর্শনের শ্রোতাদের। ১৯৭০ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে অভিনয় জীবনের শুরু করেন দেবরাজ। পরের বছর, ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি মৃণাল সেনের ‘কলকাতা ৭১’-এ অভিনয় করেন। এই ছবি তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত বিভূতি লাহা-সহ সেই সময়ের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। তপন সিংহের রাজা ছবিতে এবং দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লা ছবিতে তার অভিনয় জনপ্রিয় করে তুলেছিল। [১০]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |