দেবলীনা চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | দেবলীনা চট্টোপাধ্যায় ২১ মে ১৯৯৩ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
দেবলীনা চট্টোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।
তিনি বাংলা ছায়াছবি অমি আদুতে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্র শিল্পে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। এই ছায়াছবি দিয়েই চলচ্চিত্রাভিনয়ের জগতে তাঁর অভিষেক ঘটেছিল। চলচ্চিত্রটি সোমনাথ গুপ্ত পরিচালনা করেছিলেন এবং এটি ২০১১ সালের আইএফএফআইতে (ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) প্রদর্শিত হয়েছিল। এটি বাংলা ভাষার শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[১][২][৩]
২০১২ সালে তিনি আলিয়া হাসান চরিত্রে স্টার প্লাস চ্যানেলের অনুষ্ঠান সাজদা তেরে পেয়ার মেতে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন-অভিনয় জগতে পা রাখেন।[৪] তিনি ডিসেম্বর ২০১৮ থেকে মে ২০১৯ পর্যন্ত স্টার প্লাসে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়তে গায়ত্রী (গায়ু) চরিত্রে অভিনয় করেছিলেন।[৫]
সাল | অনুষ্ঠান/নাটক | ভূমিকা |
---|---|---|
২০১২ | সাজদা তেরে পেয়ার মে[৬] | আলিয়া হাসান/জুলিয়া গোমেজ প্রতাপ |
২০১৪ | বালিকা বধু[৭] | গৌরী জগদীশ সিং |
২০১৫-২০১৭ | সংকটমোচন মহাবলী হনুমান[৮] | সীতা / রুক্মিনী / লক্ষ্মী / বেদবতী / বিশ্বমোহিনী / কালী |
২০১৫ | পেয়ার তুনে ক্যা কিয়া[৯] | সঞ্চিতা |
হল্লা বল | আলিয়া | |
২০১৫-২০১৬ | সসুরাল সিমর কা[১০] | দেবিকা/ পাটালি দেবী |
২০১৬ | সিয়া কে রাম[১১] | রুমা |
২০১৮-২০১৯ | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়[৫] | গায়ত্রী গোয়েনকা (গায়ু) |
২০১৯ | লাল ইশ্ক[১২] | পারো |
২০২০ | বিঘ্নহর্তা গণেশ[১৩] | দেবী লক্ষ্মী |
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১১ | আমি আদু[১৪] | আদু | চলচ্চিত্র এবং অভিনয় জীবনে আত্মপ্রকাশ |