দেবী | |
---|---|
![]() তামিল ভাষায় পোস্টার | |
পরিচালক | এ এল বিজয় |
প্রযোজক | প্রভু দেবা তামিল: ইশারি গণেশ হিন্দি: সোনু সুদ |
চিত্রনাট্যকার | এ এল বিজয় |
কাহিনিকার | এ এল বিজয় পাল অরুণ |
শ্রেষ্ঠাংশে | প্রভু দেবা তামান্না সোনু সুদ |
সুরকার | প্রকৃত গান: সাজিদ-ওয়াজিদ বিশাল মিশ্র আবহ সঙ্গীত: গোপী সুন্দর |
চিত্রগ্রাহক | মনুশ নন্দন |
সম্পাদক | এন্থনি |
প্রযোজনা কোম্পানি | প্রভু দেব স্টুডিয়োস পূজা এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | অরা সিনেমাস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | India |
ভাষা | তামিল হিন্দি |
নির্মাণব্যয় | ₹11 crore[১] |
দেবী (তামিল: தேவி) হচ্ছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল-হিন্দি দ্বিভাষী চলচ্চিত্র। এ এল বিজয়ের পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রভু দেবা, তামান্না এবং সোনু সুদ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরিচালক এ এল বিজয় চলচ্চিত্রটির কাহিনী কিছুটা লিখেছিলেনও, তার সঙ্গে ছিলেন সহ-লেখক পাল অরুণ।[২] চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছিলেন নছর, মুরালি শর্মা এবং আরজে বালাজি।
এই চলচ্চিত্রটি ছিলো হাস্যরসাত্মক-রহস্যময়-ভৌতিক-প্রণয়ধর্মী। চলচ্চিত্রটির হিন্দি সংস্করণের নাম ছিলো 'টুটাক টুটাক টুটিয়া'। প্রভু দেবা তামিল সংস্করণটির ব্যয়ের কাজ নিজের হাতেই নিয়েছিলেন আর সোনু সুদ ছিলেন হিন্দি সংস্করণের প্রযোজক। চলচ্চিত্রটি তেলুগু ভাষাতেও অনুবাদ করে 'অভিনেত্রী' নামে মুক্তি দেওয়া হয়েছিলো।[৩][৪]