২০১০ সালে আলবের্তিনি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৩ আগস্ট ১৯৭১ | ||
জন্ম স্থান | ব্রিয়ানসার বেসানা, ইতালি | ||
উচ্চতা | ১ মি ৮০ সেমি | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
যুব পর্যায় | |||
Milan | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
1988–2002 | Milan | 293 | (21) |
1990–1991 | → Padova (loan) | 28 | (5) |
2002–2003 | Atlético Madrid | 28 | (2) |
2003–2004 | Lazio | 23 | (2) |
2004–2005 | Atalanta | 14 | (1) |
2005 | Barcelona | 5 | (0) |
মোট | ৩৯৩ | (৩১) | |
জাতীয় দল | |||
1989 | Italy U18 | 7 | (0) |
1990–1992 | Italy U21 | 17 | (0) |
1992 | Italy Olympic Team | 5 | (2) |
1991–2002 | Italy | 79 | (3) |
অর্জন ও সম্মাননা | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
দেমেত্রিও আলবের্তিনি (ইতালীয়: Demetrio Albertini; জন্ম: ২৩ আগস্ট ১৯৭১ ) একজন ইতালীয় মধ্যমাঠের ফুটবল খেলোয়াড়। তিনি ইতালীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। তিনি ১৯৯০-এর দশকে ইতালির প্রথম সারির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা সেরি আ-তে অংশগ্রহণকারী এবং একাধিকবার শিরোপা বিজয়ী এসি মিলান ফুটবল ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিগণিত।[১] এছাড়া তিনি একই সময়ে ইতালির জাতীয় ফুটবল দলেরও একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন (৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন)। তিনি ১৯৯৪ ও ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপে এবং ইউরো ১৯৯৬ ও ইউরো ২০০০ প্রতিযোগিতাতে ইতালির হয়ে খেলেন। ১৯৯৪ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো প্রতিযোগিতার ফাইনালে যেতে দলকে সাহায্য করেন। আলবের্তিনি এসি মিলানের হয়ে ৫টি সেরি আ শিরোপা এবং দুইটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন। অবসরের আগে খেলোয়াড়ী জীবনের শেষ বছরে তিনি স্পেনের লা লিগা নামক ফুটবল প্রতিযোগিতাতে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছিলেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |