দেরুয়া
| |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ৩৩°২৫′ উত্তর ৭°৩২′ পশ্চিম / ৩৩.৪১৭° উত্তর ৭.৫৩৩° পশ্চিম | |
রাষ্ট্র | ![]() |
অঞ্চল | আনফা-সেত্তাত (কাসাব্লাঙ্কা-সেত্তাত) |
প্রদেশ | বেরেশিদ প্রদেশ |
জনসংখ্যা (১৪২১) | |
• মোট | ৪৭,৭১৯ |
সময় অঞ্চল | CET (ইউটিসি+১) |
দেরুয়া বা দেরোয়া ( আরবি: الدروة ) হল মরক্কোর কাসাব্লাংকা-সেত্তাতের বেরেশিদ প্রদেশের একটি শহর। এটি কাসাব্লাংকার দক্ষিণে, মোহাম্মদ ভি আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পূর্বে অবস্থিত। ১৪২১ সালের মরক্কোর আদমশুমারি অনুসারে, এর জনসংখ্যা ৪৭,৭১৯ জন,[১] যা ১৪১০ সালের আদমশুমারিতে ১০,৩৭৩ জন ছিলো। [২]
দেরোয়ায় উষ্ণ-গ্রীষ্মকালীন ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে ( কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ Csa )।