দেশি কামিলা Congresox talabonoides | |
---|---|
দেশি কামিলা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Anguilliformes |
পরিবার: | Muraenesocidae |
গণ: | Congresox |
প্রজাতি: | C. talabonoides |
দ্বিপদী নাম | |
Congresox talabonoides (Bleeker, 1853) | |
প্রতিশব্দ[১] | |
|
দেশি কামিলা (বৈজ্ঞানিক নাম: Congresox talabonoides) (ইংরেজি: Indian pike conger) Muraenesocidae পরিবারের Congresox গণের একটি স্বাদুপানির মাছ।
দেশি কামিলার দেহ মোটা, শক্তিশালী এবং সাপের ন্যায়। মুখ বেশ লম্বা, মুখব্যাদান চোখের পিছন পর্যন্ত প্রসারিত। এরা দেখতে সোনালী হলুদ বর্ণের। এই মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য ১৮০ সেমি উল্লেখ করা হয়েছে।[২]
এই প্রজাতির মাছ ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পাওয়া যায়।[২]
দেশি কামিলা প্রজাতিকে অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে প্রথম সারির মাছ হিসাবে উল্লেখ করা হয়েছে (এটি বাণিজ্যিকভাবে আহোরিত হয় এবং উচ্চ বাজার মূল্য থাকে)। প্রধানত রাতের বেলা ‘লংলাইন’, ট্রল' বা 'ডিপ' নেট, এর সাহায্যে এদের ধরা হয়। এই মাছ টাটকা অবস্থায় বাজারজাত করা হয়। এই মাছের একটা ক্ষুদ্র অংশ জাপান, হংকং এবং সিঙ্গাপুরে রপ্তানী হয়। অন্যান্য প্রজাতি অপেক্ষা তুলনামূলক ভাবে এদেরকে কম পাওয়া যায়।
উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রে এই মাছগুলো তলদেশের মাছ শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[২]
এরা নিশাচর, মোহনা ও নদীর তলদেশে বাস করে। জোয়ার-ভাঁটার সময় নদীর উপরে আসে। এরা তলদেশের ছোট মাছ খায়।[২]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |