দেশি কামিলা

দেশি কামিলা
Congresox talabonoides
দেশি কামিলা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Anguilliformes
পরিবার: Muraenesocidae
গণ: Congresox
প্রজাতি: C. talabonoides
দ্বিপদী নাম
Congresox talabonoides
(Bleeker, 1853)
প্রতিশব্দ[]
  • Conger talabonoides Bleeker, 1853
  • Muraenesox talabonoides (Bleeker, 1853)
  • Congresox talabanoides (Bleeker, 1853)
  • Congresox telabonoides (Bleeker, 1853)

দেশি কামিলা (বৈজ্ঞানিক নাম: Congresox talabonoides) (ইংরেজি: Indian pike conger) Muraenesocidae পরিবারের Congresox গণের একটি স্বাদুপানির মাছ

বর্ণনা

[সম্পাদনা]

দেশি কামিলার দেহ মোটা, শক্তিশালী এবং সাপের ন্যায়। মুখ বেশ লম্বা, মুখব্যাদান চোখের পিছন পর্যন্ত প্রসারিত। এরা দেখতে সোনালী হলুদ বর্ণের। এই মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য ১৮০ সেমি উল্লেখ করা হয়েছে।[]

বিস্তৃতি

[সম্পাদনা]

এই প্রজাতির মাছ ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পাওয়া যায়।[]

অর্থনৈতিক গুরুত্ব

[সম্পাদনা]

দেশি কামিলা প্রজাতিকে অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে প্রথম সারির মাছ হিসাবে উল্লেখ করা হয়েছে (এটি বাণিজ্যিকভাবে আহোরিত হয় এবং উচ্চ বাজার মূল্য থাকে)। প্রধানত রাতের বেলা ‘লংলাইন’, ট্রল' বা 'ডিপ' নেট, এর সাহায্যে এদের ধরা হয়। এই মাছ টাটকা অবস্থায় বাজারজাত করা হয়। এই মাছের একটা ক্ষুদ্র অংশ জাপান, হংকং এবং সিঙ্গাপুরে রপ্তানী হয়। অন্যান্য প্রজাতি অপেক্ষা তুলনামূলক ভাবে এদেরকে কম পাওয়া যায়।

বাস্তুতান্ত্রিক ভূমিকা

[সম্পাদনা]

উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রে এই মাছগুলো তলদেশের মাছ শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

[সম্পাদনা]

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[]

স্বভাব ও আবাসস্থল

[সম্পাদনা]

এরা নিশাচর, মোহনা ও নদীর তলদেশে বাস করে। জোয়ার-ভাঁটার সময় নদীর উপরে আসে। এরা তলদেশের ছোট মাছ খায়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Synonyms of Congresox talabonoides at www.fishbase.org.
  2. এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)