দো রাস্তে | |
---|---|
পরিচালক | রাজ খোসলা |
প্রযোজক | রাজ খোসলা |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল |
চিত্রগ্রাহক | ভি. গোপী কৃষ্ণ |
সম্পাদক | বামন ভোঁসলে |
পরিবেশক | রাজ খোসলা ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹৬.৫৯ কোটি[১] |
দো রাস্তে রাজ খোসলা প্রযোজিত ও পরিচালিত ১৯৬৯ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রাজেশ খান্না ও মুমতাজ এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বলরাজ সাহনি, প্রেম চোপড়া, ও বিন্দু। চলচ্চিত্রের গল্প এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে, যেখানে বড়দের সম্মান, মায়ের মর্যাদা, যৌথ পরিবারের সমঝোতা ও সম্পর্কের উচ্চ মর্যাদার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।[২]
১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং ১৯৬৯ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় ২য় স্থান অধিকার করে।[১] এটি ১৮তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক-সহ ৭টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ কাহিনি বিভাগে একটি পুরস্কার লাভ করে।
দো রাস্তে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গীত লিখেছেন আনন্দ বকশী।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "বিন্দিয়া চমকেগি" | লতা মঙ্গেশকর | ০৫:৪৫ |
২. | "ইয়ে রেশমি জুলফেঁ" | মোহাম্মদ রফি | ০৫:১৬ |
৩. | "চুপ গয়ে সারে নজরে" | লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি | ০৫:৩৬ |
৪. | "মেরে নসিব মেঁ অ্যায় দোস্ত" | কিশোর কুমার | ০৪:৪৩ |
৫. | "দো রঙ দুনিয়া কে অউর দো রাস্তে" | মুকেশ | ০৪:১৯ |
৬. | "আপনি আপনি বিবি পে" | লতা মঙ্গেশকর | ০৩:৩৬ |
৭. | "ইয়ে রেশমি জুলফেঁ (পুনরুজ্জীবিত)" | মোহাম্মদ রফি | ০৫:২১ |
৮. | "দিল নে দিল কো পুকারা (পুনরুজ্জীবিত)" | লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি | ০৫:৩১ |
৯. | "বিন্দিয়া চমকেগি (পুনরুজ্জীবিত)" | লতা মঙ্গেশকর | ০৪:৫৫ |
১০. | "টাইটেল সঙ্গীত (শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত)" | ০২:২২ |
জয়
মনোনয়ন