![]() লিভাকোভিচ (২০২১) | |||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ডমিনিক লিভাকোভিচ[১] | ||||||||||||||||
জন্ম | [২][৩] | ৯ জানুয়ারি ১৯৯৫||||||||||||||||
জন্ম স্থান | জাদার, ক্রোয়েশিয়া | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৭ মি[৪] | ||||||||||||||||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | ডিনোমা জাগরেব | ||||||||||||||||
জার্সি নম্বর | ৪০ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০৭–১২ | জাদার | ||||||||||||||||
২০১২–১৪ | জাগরেব | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১২–১৫ | জাগরেব | ৭২ | (০) | ||||||||||||||
২০১৫– | ডিনামো জাগরেব | ১৮৫ | (০) | ||||||||||||||
২০১৫–১৬ | → জাগরেব (লোন) | ৩২ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১০ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ | ৩ | (০) | ||||||||||||||
২০১১ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬ | ৩ | (০) | ||||||||||||||
২০১১ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) | ||||||||||||||
২০১৩/১৪ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) | ||||||||||||||
২০১৩ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২০ | ১ | (০) | ||||||||||||||
২০১৪/১৬ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ | ১৫ | (০) | ||||||||||||||
২০১৭– | ক্রোয়েশিয়া | ৩৯ | (০) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:৪৪, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:২৮, ৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ডমিনিক লিভাকোভিচ (ইংরেজি: Dominik Livaković, ক্রোয়েশীয় উচ্চারণ: [dôminik liʋǎːkoʋitɕ, domǐ-][৫][৬]) একজন ক্রোয়েশীয় ফুটবল খেলোয়াড় যিনি জাতীয় দল ও ডিনামো জাগরেব ক্লাবের হয়ে গোলরক্ষক পজিশনে খেলেন।
লিভাকোভিচ ক্রোয়েশিয়া জাতীয় দলে ২০১৬ সালের মে মাসে মলদোভার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচের জন্য প্রথম ডাক পান।[৭] তিনি ২০১৭ চীন কাপ চলার সময় চিলির বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে আত্মপ্রকাশ করেন।
২০১৮ সালের মে মাসে লিভাকোভিচকে রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ক্রোয়েশিয়ার প্রাথমিক ৩২ সদস্যের স্কোয়াডে নাম নেওয়া হয়েছিল। এই দল ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয়।[৮] যদিও তিনি ঐ ম্যাচে অংশ নেননি।
প্রতিযোগিতামূলক ফুটবলে তার অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগ চলাকালীন। লোভরে কালিনিচ-এর হতাশাজনক পারফরম্যান্সের পর, লিভাকোভিচ ওয়েলসের বিপক্ষে ৮ জুন ২০১৯-এ অনুষ্ঠিত ম্যাচে দলে জায়গা পেয়ে গোলরক্ষক হিসেবে সুনাম অর্জন করেন ও গোলরক্ষক হিসেবে জাতীয় দলের প্রথম পছন্দ হয়ে ওঠেন।
২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালীন নক-আউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পেনাল্টি শুট-আউটের সময় টানা ৩টি শট বাঁচিয়ে তিনি ক্রোয়েশিয়ার জয়ের নায়ক হয়ে ওঠেন।[৯][১০] ফলে ক্রোয়েশিয়া কোয়ার্টার-ফাইনালে উঠে ব্রাজিলের মুখোমুখি হয়। সেই ম্যাচটিও পেনাল্টি শুট-আউটে গড়ালে তিনি ক্রোয়েশিয়ার গোল পোস্টের নীচে দেওয়াল হয়ে ওঠেন ও শট রক্ষা করেন।[১১] ফলে ক্রোয়েশিয়া জয়ী হয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে সক্ষম হয়। ২০০৬ সালে পর্তুগালের রিকার্ডো পেরেইরা এবং ২০১৮ সালে তার সহকর্মী দানিয়েল সুবাশিচ-এর পর তিনি বিশ্বকাপের শুট-আউটে তিনটি সেভ করা তৃতীয় গোলরক্ষক হন।
এই ঘটনার পর ফরাসি লেকিপ পত্রিকা তাঁকে তাদের তরফ থেকে পঞ্চদশ খেলোয়াড় হিসেবে ১০-এ-১০ রেটিং দেয়।[১২][১৩]
জাগরেব
ডিনামো জাগরেব
ক্রোয়েশিয়াল
একক
পদক
Dȍminik (Domìnik)
Liváković
the Order of Prince Branimir with Ribbon was awarded to Mr. Dominik Livaković...