দ্বারভাঙা বিমানবন্দর (আইএটিএ: ডিবিআর, আইসিএও: ভিই৮৯) একটি অভ্যন্তরীণ বিমানবন্দর ও দ্বারভাঙার বিমান বাহিনী স্টেশনের বেসামরিক ছিটমহল এবং এটি ভারতীয় বিমানবাহিনীর মালিকানাধীন।[২] এটি এনএইচ-১০৫ ও দ্বারভাঙার মধ্যদিয়ে অগ্রসর হওয়া এনএইচ-৫৭ পূর্ব-পশ্চিম করিডোর এক্সপ্রেসওয়ের কাছে শহরটির উপকণ্ঠে অবস্থিত। বিমানবন্দরটি ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) দ্বারা পরিচালিত হয়। বিমান বাহিনী স্টেশনে বেসামরিক উড়ান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও তৎকালীন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাজ্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জয়ন্ত সিনহার উপস্থিতিতে স্থাপন করেন।[৩] ৮ ই নভেম্বর ২০২০ সাল থেকে বাণিজ্যিক উড়ান শুরু হয়।[৪]