দ্বিতীয় আহমেদ

দ্বিতীয় আহমেদ
احمد ثانى
উসমানীয় সাম্রাজ্যের সুলতান
কায়সার-ই রোম
খাদেমুল হারামাইন শরিফাইন
উসমানীয় খলিফা
২১তম উসমানীয় সুলতান (বাদশাহ)
রাজত্ব২২ জুম ১৬৯১ – ৬ ফেব্রুয়ারি ১৬৯৫
পূর্বসূরিদ্বিতীয় সুলাইমান
উত্তরসূরিদ্বিতীয় মুস্তাফা
জন্ম২৫ ফেব্রুয়ারি ১৬৪৩
কনস্টান্টিনোপল, উসমানীয় সাম্রাজ্য
(বর্তমানে ইস্তাম্বুল, তুরস্ক)
মৃত্যু৬ ফেব্রুয়ারি ১৬৯৫(1695-02-06) (বয়স ৫১)
এদির্ন, উসমানীয় সাম্রাজ্য
(বর্তমানে এদির্ন, তুরস্ক)
সমাধি
সুলায়মানি মসজিদ, ইস্তাম্বুল
দাম্পত্য সঙ্গীরাবেয়া সুলতান
বংশধরশাহজাদা ইব্রাহিম
শাহজাদা সেলিম
আসিয়া সুলতান
পূর্ণ নাম
আহমেদ বিন ইব্রাহিম
রাজবংশউসমানীয়
পিতাইব্রাহিম
মাতামুয়াজ্জেজ সুলতান
ধর্মসুন্নি ইসলাম
তুগরাদ্বিতীয় আহমেদ স্বাক্ষর

দ্বিতীয় আহমদে (উসমানীয় তুর্কি: احمد ثانی আহ‌মেদ-ই-সা‌নি (২৫ ফেব্রুয়ারি ১৬৪৩ অথবা ১ আগস্ট ১৬৪২[] – ৬ ফেব্রুয়ারি ১৬৯৫) ছিলেন ১৬৯১-১৬৯৫ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের একজন সুলতান

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

দ্বিতীয় আহমেদের জন্ম ১৮ই ফেব্রুয়ারি ১৬৪৩ বা ১ আগস্ট ১৬৪২ সালে যিনি সুলতান ইব্রাহিম এবং মুয়াজ্জেজ সুলতানের পুত্র। ২১ অক্টোবর ১৬৪৯ সালে, আহমেদ এবং তার ভাই মেহমেদ এবং সুলাইমানের সুন্নতে খতনা করা হয়েছিল। []

তার বড় ভাইদের রাজত্বকালে আহমেদ কাফেসে বন্দী ছিলেন এবং তিনি সেখানে প্রায় ৪৩ বছর অবস্থান করেন।

দ্বিতীয় আহমেদের সমাধি যা প্রথম সুলাইমানের সমাধিতে অবস্থিত। (ছবিটির উপরে, তার কবর দ্বিতীয় সুলাইমান এবং প্রথম সুলাইমানের পাশাপাশি দেখা যাচ্ছে)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mantran, Robert, “Aḥmad II”, in Encyclopaedia of Islam, Second Edition, vol.I (1986) p.268 : first date according to Naima, second date to Raşid
  2. Sakaoğlu 2007, পৃ. 271।