দ্বিতীয় আহমেদ احمد ثانى | |||||
---|---|---|---|---|---|
উসমানীয় সাম্রাজ্যের সুলতান কায়সার-ই রোম খাদেমুল হারামাইন শরিফাইন উসমানীয় খলিফা | |||||
২১তম উসমানীয় সুলতান (বাদশাহ) | |||||
রাজত্ব | ২২ জুম ১৬৯১ – ৬ ফেব্রুয়ারি ১৬৯৫ | ||||
পূর্বসূরি | দ্বিতীয় সুলাইমান | ||||
উত্তরসূরি | দ্বিতীয় মুস্তাফা | ||||
জন্ম | ২৫ ফেব্রুয়ারি ১৬৪৩ কনস্টান্টিনোপল, উসমানীয় সাম্রাজ্য (বর্তমানে ইস্তাম্বুল, তুরস্ক) | ||||
মৃত্যু | ৬ ফেব্রুয়ারি ১৬৯৫ এদির্ন, উসমানীয় সাম্রাজ্য (বর্তমানে এদির্ন, তুরস্ক) | (বয়স ৫১)||||
সমাধি | সুলায়মানি মসজিদ, ইস্তাম্বুল | ||||
দাম্পত্য সঙ্গী | রাবেয়া সুলতান | ||||
বংশধর | শাহজাদা ইব্রাহিম শাহজাদা সেলিম আসিয়া সুলতান | ||||
| |||||
রাজবংশ | উসমানীয় | ||||
পিতা | ইব্রাহিম | ||||
মাতা | মুয়াজ্জেজ সুলতান | ||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||
তুগরা |
দ্বিতীয় আহমদে (উসমানীয় তুর্কি: احمد ثانی আহমেদ-ই-সানি (২৫ ফেব্রুয়ারি ১৬৪৩ অথবা ১ আগস্ট ১৬৪২[১] – ৬ ফেব্রুয়ারি ১৬৯৫) ছিলেন ১৬৯১-১৬৯৫ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের একজন সুলতান।
দ্বিতীয় আহমেদের জন্ম ১৮ই ফেব্রুয়ারি ১৬৪৩ বা ১ আগস্ট ১৬৪২ সালে যিনি সুলতান ইব্রাহিম এবং মুয়াজ্জেজ সুলতানের পুত্র। ২১ অক্টোবর ১৬৪৯ সালে, আহমেদ এবং তার ভাই মেহমেদ এবং সুলাইমানের সুন্নতে খতনা করা হয়েছিল। [২]
তার বড় ভাইদের রাজত্বকালে আহমেদ কাফেসে বন্দী ছিলেন এবং তিনি সেখানে প্রায় ৪৩ বছর অবস্থান করেন।