দ্বিতীয় কুমারগুপ্ত | |
---|---|
![]() দ্বিতীয় কুমারগুপ্ত | |
১০ম গুপ্ত সাম্রাজ্য | |
রাজত্ব | আনু. ৪৭৩ – আনু. ৪৭৬ খ্রিষ্টাব্দ |
পূর্বসূরি | পুরুগুপ্ত |
উত্তরসূরি | বুধগুপ্ত |
পিতা | পুরুগুপ্ত |
মাতা | পদ্মাবতীগুপ্ত |
কুমারগুপ্ত দ্বিতীয় (গুপ্ত লিপি:কু-মা-রা-গু-পিতা)[১]
ক্রমাদিত্য গুপ্ত সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন। সারনাথে গৌতম বুদ্ধের একটি চিত্র উল্লেখ করে যে তিনি পুরুগুপ্তের উত্তরসূরি ছিলেন, যিনি তাঁর পিতা ছিলেন বলে ধারণা করা হয়।[২] তিনি বুধগুপ্তের স্থলাভিষিক্ত হন।[৩]
দ্বিতীয় কুমারগুপ্ত রাজত্বকালের বেশ কয়েকটি দণ্ডায়মান বুদ্ধ মূর্তি গুপ্ত শিল্পের প্রতিনিধি প্রতিনিধিত্ব করে, যা এখন সারনাথ জাদুঘরে রয়েছে।[৪][৫]
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী পুরুগুপ্ত |
গুপ্ত সম্রাট ৪৭৩-৪৭৬ খ্রিস্টাব্দ |
উত্তরসূরী বুধগুপ্ত |