দ্বিতীয় খসরু 𐭧𐭥𐭮𐭫𐭥𐭣𐭩 | |
---|---|
পারস্যর গ্রেট রাজা (শাহ) পারভেজ (বিজয়ী) | |
রাজত্ব | ৫৯০ (প্রথম রাজত্ব) ৫৯১ - ২৫ ফেব্রুয়ারি ৬২৮ (দ্বিতীয় রাজত্ব) |
পূর্বসূরি | হরমিজদ আইভি (পূর্বপুরুষ) বারাম ছোবিন (দখলদার) বিস্তাহাম (প্রতিদ্বন্দ্বী রাজা) |
উত্তরসূরি | দ্বিতীয় কাবাধ |
জন্ম | প্রায় ৫৭০ টেসিফোন, পারস্য |
মৃত্যু | ২৮ ফেব্রুয়ারি ৬২৮ টেসিফোন, পারস্য |
সঙ্গী | শিরিন, মারিয়া |
বংশধর | মারদাসশাহ দ্বিতীয় কাবাধ আযরমিদখত বুরানদাখত জননশির পঞ্চম ফারুখাজাদ খসরু শাহরয়ার, ও আরও অনেকে |
পিতা | চতুর্থ হরমিজদ |
মাতা | বিসতাম এর বোন |
ধর্ম | জরাথ্রুস্টবাদ |
দ্বিতীয় খসরু (আপারভেজ বা পারভেজ উপাধিতে আখ্যায়িত, বাংলায় বিজয়ী) বা খসরু পারভেজ বা কিসরা আবরুভেজ ছিলেন স্যাসানীয় সাম্রাজ্যের শেষ মহারাজা যিনি ৫৭৯ সাল থেকে ৬২৮ সাল পর্যন্ত রাজত্ব করেন। তিনি ছিলেন চতুর্থ হরমজিদ-এর পুত্র এবং প্রথম খসরুর নাতি। তিনিই পারস্যের শেষ রাজা যিনি ইরানে মুসলিম বিজয়ের পূর্বে একটি দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন। তিনি ঘাতক কর্তৃক নিহত হওয়ার পাঁচ বছর পর পারস্যে মুসলিম বিজয়ের সূচনা ঘটে।
রাজত্বকালে সিংহাসন হারানোর পর রোমকদের সহায়তায় তিনি সিংহাসন পুনুরুদ্ধার করেন এবং এক দশক পর মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রোমান প্রদেশগুলো বিজয়ের মাধ্যমে আচেমিডদের সাথে প্রতিদ্বন্দিতা চালিয়ে যান। তার রাজত্বকালের অধিকাংশই ব্যয় হয় বাইজান্টাইন সম্রাজ্যের সাথে কতিপয় যুদ্ধ এবং বাহরাম চবিন ও ভিশামের মত জবরদখলকারীর বিরুদ্ধে সংগ্রাম করার পেছনে।
শাহনামা ও "শিরি ফরহাদ"(যার মূল নাম ছিল খসরু ও শিরীন) নামক প্রেমগাঁথার মত বিখ্যাত পারস্য সাহিত্য তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল যেগুলো এখনো কাব্য ও রোমান্টিক সাহিত্যজগৎে প্রভাব বিস্তার করে চলেছে।
ইসলামিক ঐতিহ্যে খসরু পারভেজের আলাদা গুরুত্ব রয়েছে। এর কারণ হল খসরু পারভেজের নিকট হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর বার্তাদূত আব্দুল্লাহ ইবনে হুধাইফার (রা) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন,[১][২] যা শ্রবণ করার পর খসরু তা ছিড়ে ফেলেন এবং ইয়েমেন নিযুক্ত শাসক বাযানকে হিজায থেকে মুহাম্মদ (সা) বন্দী করে আনার জন্য দুজন লোক পাঠানোর নির্দেশ দেন। ইত্যবসরে, দূত আব্দুল্লাহ ফিরে এসে হযরত মুহাম্মদ(সা)কে সব ঘটনা খুলে বললে হযরত মুহাম্মদ (সা) খসরু পারভেজের ধ্বংসের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে, নিজ পুত্র দ্বিতীয় কাভাধ কর্তৃক খসরু পারভেজ মৃত্যুদন্ড প্রাপ্ত হন।[৩]
দ্বিতীয় খসরু
| ||
পূর্বসূরী Hormizd IV |
Great King (Shah) of Ērānshahr 590 |
উত্তরসূরী Bahram Chobin |
পূর্বসূরী Bahram Chobin |
Great King (Shah) of Ērānshahr 591–628 |
উত্তরসূরী Kavadh II |