পশ্চিম চালুক্য রাজা দ্বিতীয় জগদেকমল্লের প্রাচীন কন্নড় শিলালিপি (আনুমানিক ১১৪৮ খ্রিস্টাব্দ)
দ্বিতীয় জগদেকমল্ল (রাজত্বকাল: ১১৩৮–১১৫১ খ্রিস্টাব্দ) রাজা তৃতীয় সোমেশ্বরের পরে পশ্চিম চালুক্য সিংহাসনে আরোহণ করেছিলেন।[১] তাঁর রাজত্বকালে চালুক্য সাম্রাজ্যের পতন ধীরে ধীরে শুরু হয়েছিল। তিনি বেঙ্গি অঞ্চলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যদিও দক্ষিণে হৈসল এবং উত্তরে সেউণ ও পরমারদের তিনি নিয়ন্ত্রণেই রেখেছিলেন। তিনি কন্নড় বৈয়াকরণ দ্বিতীয় নাগবর্মার পৃষ্ঠপোষকতা করেন। দ্বিতীয় জগদেকমল্ল নিজেও এক পণ্ডিত ছলেন, তিনি সংগীত বিষয়ে সংস্কৃত ভাষায় সংগীতচূড়ামণি রচনা করেন।