দ্বিতীয় দিওদোতোস | |
---|---|
গ্রিক-ব্যাক্ট্রিয় রাজা | |
রাজত্ব | ২৩৯ খ্রিস্টপূর্বাব্দ - ?২৩০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম দিওদোতোস সোতের |
উত্তরসূরি | প্রথম ইউথুদেমোস |
দ্বিতীয় দিওদোতোস (গ্রিক: Διόδοτος B) (রাজত্বকাল: খ্রিস্টপূর্ব ২৩৯ - খ্রিস্টপূর্ব ২৩০/২২৩) গ্রিক-ব্যাক্ট্রিয় রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন।
২৩৯ খ্রিস্টপূর্বাব্দে পিতা প্রথম দিওদোতোস সোতেরের মৃত্যুর পর দ্বিতীয় দিওদোতোস সিংহাসন লাভ করেন। সেলেউকিদ সম্রাট দ্বিতীয় সেলেউকোস কাল্লিনিকোসের পার্থিয়া ও ব্যাক্ট্রিয়া আক্রমণ রুখতে তিনি পার্থিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম আর্সাসিজের সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধ হন।[পা ১] ২৩০ অথবা ২২৩ খ্রিস্টপূর্বাব্দে তাঁর শ্যালক প্রথম ইউথুদেমোস তাঁকে হত্যা করে সিংহাসন অধিকার করেন।[২]
দ্বিতীয় দিওদোতোস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম দিওদোতোস সোতের |
গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক খ্রিস্টপূর্ব ২৩৯ - খ্রিস্টপূর্ব ২৩০/২২৩ |
উত্তরসূরী প্রথম ইউথুদেমোস |