দ্বিতীয় বিজ্জল (১১৩০-১১৬৭ খ্রিস্টাব্দ, কন্নড়: ಇಮ್ಮಡಿ ಬಿಜ್ಜಳ) ছিলেন কল্যাণীর কলচুরি রাজা। প্রথমে তিনি ছিলেন কল্যাণী চালুক্যদের করহদ-৪০০০ ও তারাবাদি-১০০০ প্রদেশের মহামণ্ডলেশ্বর তথা রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সামন্ত শাসক। ১১৫৭ খ্রিস্টাব্দে তিনি পশ্চিম চালুক্যদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর উত্তরসূরিরা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে পঁচিশ বছর রাজত্ব করেন।[১]