দ্বিতীয় শাহ আলম | |||||
---|---|---|---|---|---|
মুঘল সম্রাট | |||||
১৭ তম মুঘল সম্রাট | |||||
রাজত্ব | ১০ অক্টোবর ১৭৬০-১৯ নভেম্বর ১৮০৬ খৃষ্টাব্দ | ||||
রাজ্যাভিষেক | ১০/১০/১৭৬০ | ||||
পূর্বসূরি | তৃতীয় শাহজাহান | ||||
উত্তরসূরি | জাহান শাহ | ||||
জন্ম | আলী গওহর শাহ আলম ২৫ জুন ১৭২৮ শাহজাহানাবাদ, দিল্লী | ||||
মৃত্যু | ১৯ নভেম্বর ১৮০৬ শাহজাহানাবাদ,দিল্লী | (বয়স ৭৮)||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী |
| ||||
বংশধর |
| ||||
| |||||
প্রাসাদ | হাউস অব তিমুর | ||||
রাজবংশ | মুঘল সাম্রাজ্য | ||||
পিতা | দ্বিতীয় আলমগীর | ||||
মাতা | নওয়াব জিনাত মহল | ||||
ধর্ম | সুন্নি ইসলাম |
দ্বিতীয় শাহ আলম, জন্ম নাম আলী গওহর বা আলী গৌহার[১] (২৫ জুন ১৭২৮ - ১৯ নভেম্বর ১৮০৬) নিয়ে জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন ১৭তম মুঘল সম্রাট এবং দ্বিতীয় আলমগিরের পুত্র। শাহ আলম একটি ভেঙ্গে পড়া মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। তাঁর রাজত্বকালে তাঁর ক্ষমতা এতটাই কমে গিয়েছিল যে ফার্সি ভাষায় সুলতানত-ই-শাহ আলম, আজ দিলি তা পালাম, যার মানে হচ্ছে, 'শাহ আলমের সাম্রাজ্য দিল্লি থেকে পালাম', পালাম দিল্লির একটি শহরতলী।[২][৩]
শাহ আলম অনেক আক্রমণের সম্মুখীন হন, প্রধানত আফগানিস্তানের আমীর আহমেদ শাহ আব্দালি দ্বারা, যার ফলে মারাঠা সাম্রাজ্যের সাথেপানিপাতের তৃতীয় যুদ্ধ হয়, যারা দিল্লিতে মুঘল বিষয়ক এবং আবদালির নেতৃত্বাধীন আফগানদের উপর সুজেরাইন্টি বজায় রাখে। ১৭৬০ সালে আবদালির আক্রমণকারী বাহিনীকে তাড়িয়ে দেয় মারাঠারা, সদাশিবরাও ভাউ, যিনি তৃতীয় ফিরোজ জং-এর পুতুল মুঘল সম্রাট তৃতীয় শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন এবং মারাঠা নিয়ন্ত্রণে শাহ আলমকে পুনরায় সম্রাট হিসেবে স্থাপন করেন।[৪][৫]
শাহ আলম দ্বিতীয় একমাত্র এবং পূর্ণ হকদার সম্রাট হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু মারাঠা সেনাপতি মহাদাজী শিন্ডের তত্ত্বাবধানের কারণে ১৭৭২ সাল পর্যন্ত তিনি দিল্লি ফিরতে পারেননি। বক্সারের যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধেও যুদ্ধ করেন।
শাহ আলম তার নিজস্ব দিওয়ান (কবিতা) রচনা করেন এবং আফতাব ছদ্মনামে প্রকাশ করেন। তাঁর কবিতাগুলো মির্জা ফাখির মাকিন পরিচালিত, সংকলিত ও সংগৃহীত।[৬]
দ্বিতীয় শাহ আলম জন্ম: ১৭২৮ মৃত্যু: ১৮০৬
| ||
শাসনতান্ত্রিক খেতাব | ||
---|---|---|
পূর্বসূরী Shah Jahan III |
Mughal Emperor 1759–1806 |
উত্তরসূরী Mahmud Shah Bahadur in 1788 |
পূর্বসূরী Mahmud Shah Bahadur in 1788 |
উত্তরসূরী Akbar Shah II |