চালুক্য রাজবংশ |
---|
দ্বিতীয় সোমেশ্বর (শা. ১০৬৮ – ১০৭৬ খ্রিস্টাব্দ) নিজের পিতা প্রথম সোমেশ্বরের (অহবমল্ল) পরে পশ্চিম চালুক্য সিংহাসনে আরোহণ করেন। তিনি গদাগ ও তার পার্শ্ববর্তী অঞ্চল শাসন করতেন। ১০৭০ খ্রিস্টাব্দ নাগাদ দ্বিতীয় সোমেশ্বর সাম্রাজ্যের বিস্তার ঘটান এবং মালব নিজ সাম্রাজ্যভুক্ত করেন।[১] নিজ রাজত্বকালে তাঁকে বারবার তাঁর উচ্চাকাঙ্ক্ষী কনিষ্ঠ ভ্রাতা ষষ্ঠ বিক্রমাদিত্যের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। পরে ষষ্ঠ বিক্রমাদিত্য তাঁকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন।[২]
পূর্বসূরী প্রথম সোমেশ্বর |
পশ্চিম চালুক্য ১০৬৮–১০৭৬ |
উত্তরসূরী ষষ্ঠ বিক্রমাদিত্য |
এই নিবন্ধটিতে যদিও তথ্যসূত্রের একটি তালিকা, সম্পর্কিত পাঠ বা বহিঃসংযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটির তথ্যসূত্রগুলি অস্পষ্ট, কারণ এটিতে নির্দিষ্ট বাক্য বা অনুচ্ছেদকে সমর্থনকারী অভ্যন্তরীণ তথ্যসূত্র প্রদান করা হয়নি। (June 2016) |