দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওস | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
![]() দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওসের মুদ্রা | |
রাজত্ব | ?১১০ খ্রিস্টপূর্বাব্দ - ?১০০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম স্ত্রাতোন |
উত্তরসূরি | তৃতীয় দেমেত্রিওস আনিকেতোস পোলিক্সেনোস এপিফানেস সোতের |
দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওস (গ্রিক: Ἡλιοκλῆς Β΄ ὁ Δίκαιος) একজন ইন্দো-গ্রিক শাসক ছিলেন, যিনি সম্ভবতঃ ১১০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত পাঞ্জাব অঞ্চল শাসন করেন। সিনিয়র মনে করেন যে, তিনি ৯৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন।[১]
দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওস তার বিভিন্ন মুদ্রায় টুপি পরিহিত বা বর্শা নিক্ষেপরত প্রতিকৃতি উৎকীর্ণ করান। তার মুদ্রায় জিউসের চিত্রও মুদ্রিত ছিল। তিনি ইন্দো-গ্রিক শাসক প্রথম স্ত্রাতোনের বেশ কিছু মুদ্রার ওপর নিজের নাম উৎকীর্ণ করেন, যা থেকে ধারণা করা হয় যে, এই দুই শাসকের মধ্যে শত্রুতা ছিল এবং প্রথম স্ত্রাতোন তার নিকট পরাজিত হন। পরবর্তী শাসক আমুনতাস নিকাতোর দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওসের মুদ্রার ওপর নিজের নাম উৎকীর্ণ করেন।[২]
দ্বিতীয় হেলিওক্লেস দিকাইওস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম স্ত্রাতোন |
ইন্দো-গ্রিক শাসক (পাঞ্জাব) ?১১০ খ্রিস্টপূর্বাব্দ - ?১০০ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী তৃতীয় দেমেত্রিওস আনিকেতোস |
উত্তরসূরী পোলিক্সেনোস এপিফানেস সোতের |