![]() | |
![]() দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (২৩ মার্চ, ২০১৬) ২০১৬ সালের ব্যবসা সম্পর্কিত শিরোনাম সংবলিত প্রথম পাতা | |
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | ডাও জোন্স অ্যান্ড কোম্পানি (মালিক নিউজ কর্পোরেশন) |
প্রকাশক | লেস হিনটন |
সম্পাদক | রবার্ট থম্পসন |
প্রতিষ্ঠাকাল | ৮ জুলাই, ১৯৮৯ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ১২১১ অ্যাভিনিউ অফ দি অ্যামেরিকাস ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক ১০০৩৬ |
প্রচলন | ২০,৮২,১৮৯[১] |
আইএসএসএন | ০০৯৯-৯৬৬০ |
ওয়েবসাইট | WSJ.com |
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ইংরেজি: The Wall Street Journal) একটি ইংরেজিভাষিক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা, যা ডাও জোন্স অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত। এটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রকাশিত হয়, এবং এর এশিয়ান ও ইউরোপীয় সংস্করণও প্রকাশ হয়। ২০০৭ সাল পর্যন্ত এর বিশ্বব্যাপী সার্কুলেশন প্রতিদিন প্রায় বিশ লক্ষ, এছাড়াও আছেন প্রায় ৯ লক্ষ ৩১ হাজার অনলাইন সংখ্যা ক্রয়কৃত গ্রাহক।[২] নভেম্বর ২০০৩ পর্যন্ত এটি ছিলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সার্কুলেশন হওয়া পত্রিকা, এবং ইউএসএ টুডে পত্রিকার কাছে এটি তার প্রথম স্থান হারায়। পরবর্তীতে অক্টোবর ২০০৯-এ এটি আবার তার পূর্বের প্রথম অবস্থান ফিরে পায়।[৩] এটির মূল প্রতিদ্বন্দী পত্রিকা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনাশিয়াল টাইমস, এবং এটিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করে।
ওয়াল স্ট্রিট জার্নাল মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অর্থনৈতিক খবরাদি ও কার্যক্রমগুলোকে ভিত্তি করে প্রকাশিত হয়। পত্রিকাটির নাম ওয়াল স্ট্রিট হওয়ার কারণ এটি নিউ ইয়র্ক সিটির ওয়াল স্ট্রিট নামক রাস্তাটি, আর ম্যানহাটনে অবস্থিত এই রাস্তাটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিভাগ নামে পরিচিত। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এখানেই অবস্থিত। ৮ জুলাই, ১৮৮৯ থেকে নিয়মিতভাবে এই দৈনিকটি প্রকাশিত হয়ে আসছে। এর প্রতিষ্ঠাতা প্রকাশক ছিলেন চার্লস ডাও, ওডওয়ার্ড জোন্স, এবং চার্লস বার্গস্ট্রেসার। এই পত্রিকাটি ৩৩ বার পুলিৎজার পুরস্কার জয় করেছে।[৪] এর মধ্যে ২০০৭ সালের পুলিৎজার পুরস্কারে এটি চীনের অর্থনীতিতে ব্যাকডেটিং স্টক অপশনের ওপর প্রতিবেদন প্রকাশের জন্য পুরস্কার লাভ করে।[৫][৬]