দ্য ওয়ে অব অল ফ্লেশ | |
---|---|
The Way of All Flesh | |
পরিচালক | ভিক্টর ফ্লেমিং |
প্রযোজক | আডলফ জুকর জেসি এল. লাস্কি |
রচয়িতা | লায়োস বিরো জুল ফার্থম্যান জুলিয়ান জনসন |
কাহিনিকার | পার্লি পুর শিহান |
শ্রেষ্ঠাংশে | এমিল জ্যানিংস |
চিত্রগ্রাহক | ভিক্টর মিলনার |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯ রিল; ৮,৪৮৬ ফুট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক (ইংরেজি আন্তঃভাষ্য) |
দ্য ওয়ে অব অল ফ্লেশ (ইংরেজি: The Way of All Flesh) হল ভিক্টর ফ্লেমিং পরিচালিত ১৯২৭ সালের মার্কিন নির্বাক নাট্যধর্মী চলচ্চিত্র। পার্লি পুর শিহানের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন লায়োস বিরো, জুল ফার্থম্যান ও জুলিয়ান জনসন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এমিল জ্যানিংস, যিনি একাডেমি পুরস্কারের ১ম আয়োজনে এই চলচ্চিত্র ও দ্য লাস্ট কমান্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[১] বর্তমানে চলচ্চিত্রটির কোন কপি পাওয়া যাচ্ছে না।[২][৩]
চলচ্চিত্রটি ১৯৪০ সালে প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় পুনর্নির্মিত হয়। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আকিম তামিরভ, গ্লাডিস জর্জ ও উইলিয়াম হেনরি।[৪]